পুণে: বেঙ্গালুরুতে গোটা ম্যাচ জুড়েই প্রভাব ফেলেছে বৃষ্টি। ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা তো সম্পূর্ণ ভেস্তে গিয়েইছিল, পাশাপাশি একাধিকবার পরের দিনগুলিতেও বন্ধ করতে হয় খেলা। এবার দক্ষিণের বেঙ্গালুরু ছেড়ে দেশের পশ্চিমে পুণেতে দ্বিতীয় টেস্টে (IND vs NZ 2nd Test) মুখোমুখি হবে দুই দল। বৃষ্টির জন্য় কি এই টেস্টও ব্যাহত হবে? কেমন থাকবে আবহাওয়া (Pune weather update)?
পুণের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ম্যাচের প্রথম দিন, অর্থাৎ ২৪ অক্টোবর আকাশে সূর্য ও মেঘের লুকোচুরি চলবে। তাপমাত্রা থাকবে ৩০-র আশেপাশে। দিনের শুরুর দিকে যেখানে ৫৮ শতাংশ মেঘাচ্ছন আকাশ থাকার সম্ভাবনা, তবে বিকেল হতে হতে তা কমে ৪৩ শতাংশ দাঁড়াবে। ম্যাচের দ্বিতীয় দিনেও কার্যত প্রথম দিনের প্রতিচ্ছবিই দেখা যাবে। তৃতীয় দিনে তাপমাত্রায় বদল না ঘটলেও, আকাশে এদিন একেবারে পরিস্কার, রোদ ঝলমলে থাকার পূর্বাভাস।
ম্যাচের শেষ দুইদিনেও আকাশে হালকা মেঘ, হালকা রোদের মিশেল দেখতে পাওয়ার সম্ভাবনা। ভাল খবর হল ম্যাচের পাঁচদিনের মধ্যে একদিনও কিন্তু আবহওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির আশঙ্কা নেই। অর্থাৎ পাঁচদিনই বিঘ্ন ছাড়া ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। রোহিত শর্মারা প্রথম টেস্ট আট উইকেটে হেরেছেন। দ্বিতীয় টেস্টে রোহিত বাহিনী কি সিরিজ়ে সমতায় ফিরবে? পুণে টেস্টে কেমন হবে ভারতীয় একাদশ, সেই নিয়েও সংশয় রয়েছে।
ভারতীয় মিডল অর্ডারে একটি স্থানের জন্য রাহুল বনাম সরফরাজেরই লড়াই হতে চলেছে বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে কিন্তু কোনওরকম রাখঢাক করেননি ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তিনি মিডিয়াকে সাফ জানিয়ে দেন, 'লুকিয়ে চুড়িয়ে কোনও লাভ নেই। হ্যাঁ, একটা জায়গার জন্য লড়াই হচ্ছে। সরফরাজ গত ম্য়াচে দারুণ খেলেছে। আমি আর গত ম্যাচের পর আমি নিজে গিয়ে কেএল রাহুলের সঙ্গে কথা বলেছিলাম। ওকে জিজ্ঞেস করেছিলাম কতগুলি বল ও খেলতে গিয়ে মিস করেছে। উত্তর একটাও না। বিষয়টা হল রান না আসলে, এমন হয়। কেএলকে নিয়ে সত্যি বলতে কোনও উদ্বেগের বিষয় নেই।ও ভাল ব্যাট করছে এবং মানসিকভাবেও ভাল জায়গায় রয়েছে। তবে আমাদের ছয় জায়গার জন্য সাতজন রয়েছে লড়াইয়ে। পিচের দিকে দেখে দলের স্বার্থেই আমরা সিদ্ধান্ত নেব।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগেই ভারতকে হুঁশিয়ারি প্যাট কামিন্সের, বাছলেন এক্স-ফ্যাক্টারও