পুণে: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজিত হতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। সিরিজ়ে সমতায় ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া পুণেতে দ্বিতীয় টেস্টে (IND vs NZ 2nd Test) তিন বদল ঘটিয়ে মাঠে নেমেছিল। এই তিন বদলের মধ্য়ে অন্যতম হল কুলদীপ যাদবের বদলে ওয়াশিংটন সুন্দরের (washington Sundar) সুযোগ পাওয়া। টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন সুন্দর। দুরন্ত ঘূর্ণিতে ভেঙে দেন কিউয়ি ইনিংসের কোমড়।
বিগত তিন বছরে একটিও টেস্ট ম্য়াচ খেলেননি ওয়াশিংটন। তবে ১৩২৯ দিন পর টিম ইন্ডিয়ার টেস্ট একাদশে ফিরেছিলেন সুন্দর। নিজের কামব্যাক ম্যাচেই সাত সাতটি উইকেট নিলেন তিনি। এই অনবদ্য বোলিংয়ে নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংস ২৫৯ রানেই শেষ হয়ে যায়। জবাবে প্রথম দিনের খেলা শেষে ভারতীয় দলের স্কোর ১৬ রানের বিনিময়ে এক উইকেট।
ওয়াশিংটন সুন্দরের সাতটি উইকেটের পাশাপাশি আর অশ্বিনও তিনটি উইকেট নেন। ভারতের মাটিতে এই নিয়ে ষষ্ঠবার কোনও দলের স্পিনাররাই দশ উইকেট নিলেন। স্পিনাররা এর আগেও পাঁচবার এক ইনিংসে সবকয়টি উইকেট নিলেও, এই প্রথমবার দুই অফস্পিনার ভারতের হয়ে ১০টি উইকেট নেন। চেন্নাই বয়েজ়দের দাপটের জেরে কিন্তু প্রথম দিনশেষে বেশ ভাল জায়গায় ভারত।
সুন্দর নিজের বোলিংয়ে যেমন দলকে ভাল জায়গায় পৌঁছে দিলেন, তেমনই প্রথম ইনিংসে নিজের বোলিংয়ে কিন্তু একাধিক রেকর্ডও গড়ে ফেললেন তিনি। পুণেতে ৫৯ রানের বিনিময়ে সাত উইকেট নেন ভারতীয় অফস্পিনার। এটাই প্রথম শ্রেণির ক্রিকেটে সুন্দরের সেরা বোলিং পরিসংখ্যান। সাতটি উইকেটের মধ্যে পাঁচটিই বোল্ড। ভারতের মাটিতে এক ইনিংসে বোল্ড করে এর থেকে অধিক উইকেট নেওয়ার কৃতিত্ব আর কারুর নেই। কুম্বলে, জাডেজাদের সঙ্গে যুগ্মভাবে এই কৃতিত্বের মালিক এখন ওয়াশিংটন।
এবার নজর ব্যাটারদের দিকে। দ্বিতীয় দিনে ভারতীয় ব্যাটাররা কেমন পারফর্ম করেন, তার ওপরই এই ম্যাচের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অভিষেকেই নজর কাড়লেন তেজল ও সাইমা, দীপ্তির অলরাউন্ড পারফরম্যান্সে নিউজ়িল্যান্ডকে হারাল ভারত