বেঙ্গালুরু: টেস্ট ম্যাচ শুরুর আগেই তিনি সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন, তাঁর আমলে ভারতীয় দল টেস্টে একদিনে চারশোও তুলতে পারে। সদ্য বাংলাদেশকে টেস্ট সিরিজে মুড়িয়ে দেওয়া কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কথায় কি কোথাও দম্ভও মিশেছিল? আর সেই কারণেই কি ক্রিকেট ঈশ্বর ভারতীয় দলের পা মাটিতে টেনে নামালেন? 


বেঙ্গালুরুতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অল আউট হয়ে যায় ভারত। একমাত্র যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ ছাড়া আর কেউই দুই অঙ্কের রান পাননি। আর তারপর থেকেই ভাইরাল হয়েছে গম্ভীরের একদিনে চারশো করার সেই মন্তব্য। বিদ্রুপের ঝড় উঠেছে। তুলেছেন সেই ক্রিকেটপ্রেমীরা, যাঁরা ভারতের লজ্জার ব্যাটিং বিপর্যয় দেখে স্তম্ভিত।


টেস্টে দেশের মাটিতে এটাই কোনও ইনিংসে ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। সেই রেকর্ড ভেঙে গেল বৃহস্পতিবার। সব মিলিয়ে এটা টেস্টে ভারতের এক ইনিংসে তৃতীয় সর্বনিম্ন স্কোর। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ অল আউট ও লর্ডসে ইংল্যান্ডের কাছে ১৯৭৫ সালে ৪২ অল আউটের পরই বৃহস্পতিবার বেঙ্গালুরুর এই নজির।


আর তারপরই সোশ্যাল মিডিয়ায় প্রবল ধিক্কৃত হচ্ছে কোচ গম্ভীরের সেই একদিনে চারশোর মন্তব্য। অনেক ভক্তই প্রশ্ন তুলেছেন, কেন টস জিতে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল ভারত। যেখানে টানা কয়েকদিন বৃষ্টি চলছে? পিচ দুদিন ধরে ঢাকা ছিল কভারে।


 






 






শুভমন গিল ঘাড়ে ব্যথার জন্য এই টেস্টে খেলছেন না। তাঁরক পরিবর্তে সুযোগ দেওয়া হয় সরফরাজ খানকে। তিন নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয় বিরাট কোহলিকে। চারে নামেন সরফরাজ। কেন নিজের শহরে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে ওয়াকিবহাল কে এল রাহুলকে তিনে পাঠানো হল না, তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও বিরাট, সরফরাজ, রাহুল - তিনজনই শূন্য রানে আউট হন। সব মিলিয়ে পাঁচজন ফেরেন শূন্য করে।



সব মিলিয়ে গম্ভীরের সেই একদিনে চারশোকেই বিদ্রুপ করে চলেছেন ভক্তরা।


আরও পড়ুন: আইপিএল নিলামে দিল্লির টেবিলে থাকছেন সৌরভ, ২০২৭ সালে ফিরবেন ডিরেক্টর পদে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।