কলকাতা: বৃহস্পতিবার দুপুর থেকেই ভারতীয় ক্রিকেটমহলে বেশ হইচই পড়ে গিয়েছে একটি খবরে। পরের আইপিএলে (IPL 2025) সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ডিরেক্টর অফ ক্রিকেট পদে আর দেখা যাবে না। যা জানাজানি হতেই জল্পনা ছড়িয়ে পড়ে, তা হলে কি দলের ব্যর্থতার জন্য সরিয়ে দেওয়া হল সৌরভকে? হেড কোচের পদ থেকে আগেই রিকি পন্টিংকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার কি সেই পথেই পদ হারালেন সৌরভ?


যদিও এবিপি আনন্দ (ABP Ananda) সৌরভের সঙ্গে যোগাযোগ করার পর জানা গেল, গোটা প্রক্রিয়াটাই পূর্ব নির্ধারিত। পরের দু'বছর যে সৌরভ দিল্লি ক্যাপিটালসের পুরুষ দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকবেন না, সেটা আগে থেকেই ঠিক ছিল। পাশাপাশি ২০২৭ সালের আইপিএলে তাঁকে ফের ডিরেক্টর অফ ক্রিকেট পদে দেখা যাবে বলেও জানালেন সৌরভ।


তবে সৌরভ ও দিল্লি ক্যাপিটালসের সমর্থক-অনুরাগীরা সবচেয়ে আশ্বস্ত হতে পারেন যে খবরে, সেটা হল আইপিএলের নিলামে থাকবেন দাদা। আগামী বছরের আইপিএলের আগে মেগা নিলাম আয়োজিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে, সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার রিটেন করতে পারবে প্রত্যেক দল। তবে যেহেতু আগামী বছরের নিলাম থেকে পরের তিন বছরের জন্য গুছিয়ে নেওয়া হবে সব দল, তাই বেশ গুরুত্ব পাচ্ছে সেই নিলাম। এখনও পর্যন্ত যা খবর, তাতে ভারতে নয়, মেগা নিলামের আসর বসবে বিদেশে। দুবাই বা আবু ধাবির মতো শহরের নাম আলোচনায় রয়েছে।      


মেগা নিলাম যেখানেই হোক না কেন, নিলামের টেবিলে থাকবেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের নিলামের নীল নকশা গড়বেন যাঁরা, তাঁদের অন্যতম জাতীয় দলের প্রাক্তন তারকা সৌরভ। জানা গেল, দিল্লি ক্যাপিটালসের নিলামের টেবিলে থাকবেন সৌরভ। পরের তিন বছর কোন ক্রিকেটারদের নিয়ে দলগঠন করা হবে, কাদের রিটেন করা হবে, তা নিয়েও মতামত দেবেন।


কেন ডিরেক্টর অফ ক্রিকেট পদ থেকে সরতে হল সৌরভকে? নেপথ্যে দিল্লি ক্যাপিটালসের মালিক পক্ষের চুক্তি। আগে থেকেই ঠিক ছিল যে, দু'বছর দলের দায়িত্বে থাকবেন পার্থ জিন্দল ও তাঁর জেএসডব্লিউ গ্রুপ। সৌরভের সঙ্গে যে সংস্থার চুক্তি রয়েছে। তবে ২০২৫ ও ২০২৬ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালস পুরুষ দলের দায়িত্ব যাচ্ছে সহযোগী জিএমআর গ্রুপের হাতে। যারা বৃহস্পতিবারই ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে বেণুগোপাল রাও এবং কোচ হিসাবে হেমাঙ্গ বাদানির নাম ঘোষণা করে দিল।


সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য বললেন, 'দাদা আপাতত ডব্লিউপিএলে দিল্লির মহিলা দল ও এসএটি ২০-তে প্রিটোরিয়া দলের ডিরেক্টর থাকছেন। ২০২৭ সালের আইপিএলে দাদা আবার দিল্লির ক্যাপিটালসের ডিরেক্টর পদে দায়িত্ব নেবেন। মাঝের সময়ে আইপিএলে দিল্লির ম্যাচ দেখতে মাঠেও থাকবেন। আগেই বৈঠক করে গোটা বিষয়টি আলোচনা করে নেওয়া হয়েছিল।'


আরও পড়ুন: ধোনি নয়, IPL নিলামের আগে CSK-কে আনক্যাপড হিসাবে অন্য এক তারকাকে রিটেন করার পরামর্শ অশ্বিনের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।