বেঙ্গালুরু: বাংলাদেশের বিরুদ্ধে দুই দিনের বেশি সময় নষ্ট হয়ে যাওয়া সত্ত্বেও জয়ের আত্মবিশ্বাসে ভর করে বেঙ্গালুরু টেস্টে মাঠে নেমেছিল ভারতীয় দল। অপরদিকে, নিউজ়িল্যান্ড ভারতের মাটিতে ১৯৮৮ সালের পর নিউজ়িল্যান্ড কোনও ম্যাচই জিততে পারেনি। তাই খাতায় কলমে প্রথম টেস্টে (IND vs NZ 1st Test) টিম ইন্ডিয়াকে অনেকটাই এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। তবে চিন্নাস্বামীতে উলটপূরাণ। মেঘাচ্ছন আকাশে নিউজ়িল্যান্ডের ফাস্ট বোলিং ত্রয়ীর ঘাতক বোলিংয়ে কুপোকাত টিম ইন্ডিয়া। লজ্জার রেকর্ড গড়ল ভারতীয় দল।


টস জিতে চিন্নাস্বামীতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে তাঁর এই সিদ্ধান্তই বুমেরাং হয়ে ফিরে এল। রোহিত নিজেই বড় শট মারতে গিয়ে দুই রানে আউট হন। তারপর থেকে ব্যাটাররা কার্যত এলেন আর গেলেন। ১৪ বছর পর প্রথমবার ১০ রানে ঘরের মাঠে তিন উইকেট হারাল ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে তাঁরাও মাত্র ২১ রানের পার্টনারশিপই যোগ করতে পারেন। 


৩৪ রানের বিনিময়ে ছয় উইকেট হারিয়ে লাঞ্চে যায় টিম ইন্ডিয়া। আশা ছিল অন্তত পন্থ ও অশ্বিন ত্রাতার ভূমিকা পালন করবেন। তবে কোথায় কী! লাঞ্চের পর প্রথম বলেই সাজঘরে ফেরেন অশ্বিন। পন্থকেও ২০ রানে ফেরান ম্যাট হেনরি। শেষমেশ অ্যাডিলেডের ৩৬ রানের লজ্জার রেকর্ড পার করলেও, ৫০ রানের গণ্ডি পার করতে পারল না টিম ইন্ডিয়া। মাত্র ৪৬ রানেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়ার ইনিংস। এটি লাল বলের ইতিহাসে ভারতের তৃতীয় নিম্নতম রান হলেও, ঘরের মাঠে কিন্তু এর আগে এত কম রানে কখনও আউট হয়নি ভারতীয় দল। লজ্জার রেকর্ড গড়লেন রোহিত বাহিনী।


ভারতীয় দলের পাঁচ পাঁচজন ব্যাটার প্রথম ইনিংসে খাতাই খুলতে পারেননি। সেই তালিকায় যেমন বিরাট কোহলি রয়েছেন, তেমনই রয়েছেন শুভমন গিলের পরিবর্তে সুযোগ পাওয়া সরফরাজ খান, ঘরের ছেলে কেএল রাহুল। এই লজ্জার রেকর্ড গড়ার পর ভারতীয় দলের এই ম্যাচে ফিরে আসার সম্ভাবনা যে খুবই ক্ষীণ, তা বলাই বাহুল্য।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বিনা উইকেটেই ভারতের প্রথম ইনিংসের রান টপকে গেল নিউজ়িল্যান্ড