রাঁচি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে ২১ রানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs NZ 1st T20) পরাজিত হয়েছে ভারতীয় দল। বল ও ব্যাট হাতে ভারতের হয়ে কার্যত একাই লড়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ম্যাচ শেষে সেই কথা মনে করিয়ে দিতে ভোলেননি ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। পাশাপাশি পরাজয়ের পর রাঁচির পিচ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন হার্দিক।


ওয়াশিংটন বনাম নিউজিল্যান্ড


ম্যাচের পর ওয়াশিংটনের প্রশংসায় পঞ্চমুখ হার্দিক বলেন, 'যেভাবে ওয়াশিংটন বল, ব্যাট ও ফিল্ডিং, তাতে মনে হচ্ছিল ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচ হচ্ছে না, ওয়াশিংটন একাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছে। ও আর অক্ষর যদি এভাবেই পারফর্ম করতে থাকে, তাহলে তা ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ খবর।' এই পরাজয়ের জন্য পিচকে দুষে তিনি বলেন, 'কেউ বুঝতে পারেনি যে এই পিচটা এমন হবে। দুই দলের কেউই বুঝতে পারেনি যে পিচ এমন খেলবে। তবে নিউজিল্যান্ড ভাল ক্রিকেট খেলেছে। নতুন বল তো পুরনো বলের থেকেও বেশি ঘুরছিল। যেভাবে বল ঘুরছিল তা আমাদের সকলকেই অবাক করে দেয়।'


জয়ের আত্মবিশ্বাস


তবে শুরুতেই ভারতের ওপেনাররা সাজঘরে ফেরার পর একসময় সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্য ৬৮ রান যোগ করেছিলেন। তবে পর পর দুই ওভারে সূর্য ৪৭ ও হার্দিক ২১ রানে সাজঘরে ফেরেন। এরপরে ওয়াশিংটন একা ব্যাট হাতে লড়াই করলেও, তাঁকে কেউই সঙ্গ দেননি। পরপর উইকেট হারালেও সূর্যকুমারের সঙ্গে ব্যাট করার সময় জয়ের বিষয়ে তিনি আত্মবিশাসী ছিলেন বলেই জানান হার্দিক। তবে শেষমেশ ভারতীয় অধিনায়ক স্বীকার করে নিচ্ছেন যে দলের বোলারারর একটু বেশিই রান খরচ করে ফেলেন।  'আমি আর সূর্যকুমার যখন ব্যাট করছিলাম, তখন জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম। তবে শেষমেশ বলতেই হচ্ছে আমরা ২৫ রান মতো বেশি দিয়ে ফিলেছি।' মত হার্দিকের।


মাঠে ধোনি


ছোট শহর থেকে উঠে এসে একটা সময় বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন। মেট্রো সিটি ছাড়া অন্য কোনও শহর থেকেও যে ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে জায়গা করে নেওয়া যায়, সেটা প্রথম দেখিয়েছিলেন তিনি। ভারতীয় দলের সফলতম অধিনায়ক। সাফল্যের ঝুলিতে রয়েছে জোড়া বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইপিএলেও চোখধাঁধানো কীর্তি। সেই মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) শুক্রবার রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট স্টেডিয়ামে হাজির ছিলেন ভারত-নিউজিল্যান্ড (Ind vs NZ) টি-টোয়েন্টি ম্যাচ দেখতে। সঙ্গে স্ত্রী সাক্ষী (Sakshi)। ভি আই পি বক্সে বসে ভারতের ম্যাচ দেখলেন ক্যাপ্টেন কুল।


আরও পড়ুন: ১ ওভারে ২৭ রান! করলেন নো বলও, ফের কড়া সমালোচনার মুখে অর্শদীপ