ধর্মশালা: চলতি বছরে শুভমন গিল (Shubman Gill) বিশেষ করে ওয়ান ডে ফর্ম্যাটে স্বপ্নের ফর্মে আছেন বললে একেবারেই ভুল বলা হবে না। ইতিমধ্যই এই বছরে ২২টি ওয়ান ডে ম্যাচে ১২৯৯ রান করে ফেলেছেন শুভমন গিল। আজ ধর্মশালায় বিশ্বকাপের (ODI World Cup 2023) ম্যাচে আর মাত্র ১৪ রান করলেই নতুন ইতিহাস গড়ে ফেলবেন তরুণ ভারতীয় ওপেনার।


গিল দুই হাজার ওয়ান ডে রানের দোরগোড়ায় দাঁড়িয়ে। তিনি এখনও পর্যন্ত নিজের আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেট কেরিয়ারে ৩৭টি ম্যাচ খেলে ১৯৮৬ রান করেছেন। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) এইপিসিএ স্টেডিয়ামে আয়োজিত আজকের ম্যাচে আর মাত্র ১৪ রান করলেই তিনি দুই হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করে ফেলবেন। আজকের ম্যাচেই তিনি সেটা করতে সম্ভব হলে দ্রুততম ব্যাটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করবেন গিল। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি হাশিম আমলার রেকর্ড ভাঙবেন গিল। আমলা ৪০ ম্যাচে দুই হাজার ওয়ান ডে রান করেছিলেন। অবশ্য গিল আজকের ম্যাচে না হলেও, পরের ম্যাচে দুই হাজার রানের গণ্ডি পার করতে পারলেও তিনি এককভাবে এই রেকর্ডের মালিক হয়ে যাবেন। গিল চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে না খেললও, গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকান। তাই তিনি বেশ ফর্মেই রয়েছেন।


তবে এই ম্যাচের পরিবেশের পূর্বাভাস কিন্তু ক্রিকেটপ্রেমীদের মনে উদ্বেগের সৃষ্টি করছে। ধর্মশালায় নেদারল্য়ান্ডস বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছিলেন। দুর্ভাগ্যবশত ভারত বনাম নিউজ়িল্যান্ড ম্যাচেও সেই ধারা অব্যাহত থাকার সম্ভবনা প্রবল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল ও বিকেলে বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে বেলা তিনটে পর্যন্ত বৃষ্টি হওয়ার ৪৭ শতাংশ সম্ভাবনা রয়েছে। তবে সময় যত গড়ায়, ততই বৃষ্টির সম্ভাবনাও কমে। বিকেল চারটে থেকে ছয়টার মধ্যে ১৪ থেকে ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় ছয়টার পর বৃষ্টি হবে না, তা একপ্রকার কার্যত নিশ্চিত। অর্থাৎ ম্যাচ সম্পূর্ণ ভেস্তে না গেলেও, বৃষ্টির জেরে ম্যাচে বাঁধার সৃষ্টি হতে পারে এবং ওভারও কমতে পারে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: 'ওরা তো কোনও ভুলই করে না', ম্যাচের আগে নিউজ়িল্যান্ডকে প্রশংসায় ভরালেন কোহলি