রাজকোট: লিস্ট 'এ' ক্রিকেটে তাঁর হাজার রানও নেই। বল হাতেও যে চোখধাঁধানো পারফরম্যান্স, তেমনটা নয়। তা সত্ত্বেও হঠাৎ করে আয়ুষ বাদোনিকে (Ayush Badoni) ভারতীয় দলে সুযোগ দেওয়ায় অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। এবার নিউজ়িল্যান্ড সিরিজ়ে (IND vs NZ) আয়ুষের জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে মুখ খুললেন সীতাংশু কোটাক (Sitanshu kotak)।

Continues below advertisement

প্রথম ওয়ান ডে ম্যাচে বোলিং করার সময় পাঁজরে ব্যথা অনুভব করেন। তারপরে তিনি বোলিং করেননি। ব্যাটিংয়েও বেশ নীচের দিকেও নামেন ওয়াশিংটন সুন্দর। ম্যাচের পরের দিনই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় সুন্দরের আরও পরীক্ষা নিরীক্ষা হবে এবং তারপরেই বিসিসিআইয়ের মেডিক্যাল দল সেই রিপোর্ট অনুযায়ী অভিজ্ঞদের পরামর্শ নেবে। সুন্দর ছিটকে যেতেই কিউয়িদের বিরুদ্ধে বাকি সিরিজ়ের জন্য আয়ুষ বাদোনিকে তাঁর পরিবর্তে দলে ডাকা হয়।

এই প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন তিনি। তবে আয়ুষের লিস্ট 'এ' ক্রিকেটে গড় মাত্র ৩৬.৪৭। চলতি বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে পাঁচ ম্যাচে ব্যাটে তাঁর সংগ্রহ মাত্র ১৬ রান। সব ধরনের ক্রিকেটে শেষ ১০ ইনিংসেও একটির বেশি অর্ধশতরান হাঁকাতে পারেননি আয়ুষ বাদোনি। এমন পরিস্থিতিতে অনেকেই তাঁর দলে জায়গা পাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে সীতাংশুর দাবি আয়ুষ বোলিংটাও করতে সক্ষম এবং সেই কথা মাথায় রেখেই তিনি দলে জায়গা পেয়েছেন।

Continues below advertisement

ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের সহকারী কোচ জানান, 'ও (আয়ুষ) তো খেলছে এবং পারফর্ম করছে এবং ভারতীয় এ দলের হয়েও খেলেছে। সাধারণত কোনও দলই (ওয়ান ডেতে) পাঁচ বোলার নিয়ে মাঠে নামতে চায় না। গত ম্যাচে যদি ওয়াশির চোট পাওয়ার পর আমাদের হাতে বাড়তি বোলার না থাকত, তাহলে ওই ওভারগুলো কে করত? তাই চার, পাঁচ ওভার করতে পারে এমন কাউকে আমাদের দলে প্রয়োজন এবং সেই কারণেই ওকে নির্বাচিত করা হয়েছে।'

ব্যাটে তাঁর সাম্প্রতিক ফর্ম দুরন্ত না হলেও, বলে হালে কিন্তু আয়ুষ বাদোনি বেশ ভালই পারফর্ম করেছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ১০টি উইকেট নেন। বিজয় হাজারে ট্রফিতেও নিজের অফস্পিনে রেলওয়েজ়ের বিরুদ্ধে ৩০ রানের বিনিময়ে তিন উইকেট নিয়েছিলেন বাদোনি। এবার ভারতের হয়ে তিনি সুযোগ পেলে নজর কাড়তে পারেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।