রাঁচি: টেস্ট সিরিজ়ে একেবারে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে দুইটি ম্যাচই হেরেছে টিম ইন্ডিয়া। এবার সীমিত ওভারের সিরিজ়ে মুখোমুখি দুই দল। লক্ষ্য সিরিজ় জয়। সপ্তাহান্তেই শুরু হবে সীমিত ওভারের সিরিজ়। কোথায়, কখন, কীভাবে দেখা যাবে এই সিরিজ়।
জেনে নেওয়া যাক ব্রডকাস্ট সংক্রান্ত না না খুঁটিনাটি।
কোথায় হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বৈরথ?
কাল, ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে।
কখন শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার লড়াই?
৩০ নভেম্বর, রবিবার খেলা শুরু হবে দুপুর ১.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ দুপুর একটায়।
কোথায় দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ?
এশিয়া কাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম প্রোটিয়াদের ম্যাচটি।
হেড-টু-হেড
ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দল ওয়ান ডে ক্রিকেটে মোট ৯৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। দুইজনের মুখোমুখি লড়াইয়ে কিন্তু দক্ষিণ আফ্রিকাই এগিয়ে। ৯৪টি ম্যাচের মধ্যে প্রোটিয়া শিবির ৫১টি ম্যাচে জয় পেয়েছে। ভারতীয় দল সেখানে জিতেছে ৪০টি ম্যাচ। দুই দলের তিনটি ওয়ান ডে ম্যাচ অমীমাংসিত শেষ হয়েছে। তবে ভারতের মাটিতে হেড-টু-হেডে ভারতই সামান্য এগিয়ে। এদেশে দুই দল মোট ৩২ বার ওয়ান ডেতে মুখোমুখি হয়েছে। সেখানে ভারত ১৮টি ম্যাচে জিতেছে। দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে ১৪টি ম্যাচে।
ভারতীয় ওয়ান ডে দলের অধিনায়ক শুভমন গিল এবং সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার, উভয়েই বর্তমানে ভিন্ন ভিন্ন চোটের কারণে দলের বাইরে রয়েছেন। এমন পরিস্থিতিতে রবিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার দায়ভার দেওয়া হয়েছে কেএল রাহুলকে।
অভিজ্ঞ কেএল রাহুল এর আগেও টেস্ট এবং ওয়ান ডেতে ভারতীয় দলকে বেশ কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ৫০ ওভারের ফর্ম্যাটে রাহুলের অধিনায়ক হিসাবে রেকর্ড কিন্তু বেশ ভাল। এখনও পর্যন্ত কেএল রাহুল ভারতীয় দলের হয়ে মোট ১২টি ওয়ান ডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন। সেই ১২টি ম্যাচের মধ্যে কিন্তু রাহুল আটটি ম্য়াচে ভারতকে জয় এনে দিতে সক্ষম হয়েছেন। রাহুলের নেতৃত্বে চারটি ম্য়াচে হেরেছে ভারত। ৩৩ বছর বয়সি অভিজ্ঞ ক্রিকেটারের জয়ের শতকরা ৬৭ শতাংশ।