নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ম্যাচ (IND vs SA 1st Test) খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বের প্রায় সব প্রান্তেই টেস্ট সিরিজ় জয়ের কৃতিত্ব থাকলেও, রামধনুর দেশে ভারতীয় দল কিন্তু এখনও লাল বলের সিরিজ় জিততে পারেনি। সেই লক্ষ্যেই রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India) মাঠে নামবে। এই সিরিজ়েই এক বিরাট মাইলফলক স্পর্শ করতে পারেন ভারতের তারকা স্পিনার আর অশ্বিন (R Ashwin)।


প্রায় পাঁচ মাস পরে ফের একবার ভারতীয় টেস্ট দলের হয়ে অশ্বিনকে দেখা যেতে পারে। আর এই সিরিজ়েই কিন্তু বিশেষ তালিকায় নিজের নাম লেখানোর হাতছানি রয়েছে ভারতীয় অফ স্পিনারের সামনে। প্রয়োজন আর ১১টি উইকেট। নবম বোলার হিসাবে রামধনুর দেশেই ৫০০টি টেস্ট উইকেট নেওয়ার হাতছানি রয়েছে অশ্বিনের সামনে। অশ্বিন এখনও পর্যন্ত ৯৪টি টেস্ট ম্যাচ খেলে ২৩.৬৫ গড়ে ৪৮৯টি উইকেট নিয়েছেন। এক ইনিংসে ৩৪ বার পাঁচ উইকেট এবং এক ম্যাচে আট বার ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে।


 






এখনও পর্যন্ত ভারতীয় হিসাবে কেবল অনিল কুম্বলেই ৫০০টি টেস্ট উইকেটের গণ্ডি পার করেছেন। অশ্বিনের সামনে শুধু যে দ্বিতীয় ভারতীয় হিসাবে ৫০০ টেস্ট উইকেট নেওয়ার হাতছানি রয়েছে, তাই নয়, তিনি দ্বিতীয় দ্রুততম হিসাবেও এই গণ্ডি পার করতে পারেন। মুথাইয়া মুরলিধরনের ৮৭টি টেস্টে ৫০০টি উইকেট নেওয়া এখনও পর্যন্ত দ্রুততম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অশ্বিন ১৩টি টেস্টে এখনও পর্যন্ত ২১.৯৪ গড়ে ৫৬টি উইকেট নিয়েছেন। তবে প্রোটিয়াভূমে তাঁর রেকর্ড একেবারেই আহামরি নয়। তিনি দক্ষিণ আফ্রিকায় ৫০.৫০ গড়ে ছয় টেস্টে মাত্র ১০টি উইকেট নিয়েছেন। অশ্বিনের সামনে এই রেকর্ড উন্নত করারও একটা সুযোগ রয়েছে। অবশ্য অশ্বিন আদৌ ভারতীয় একাদশে সুযোগ পান কি না, সেই নিয়েও একটা প্রশ্নচিহ্ন কিন্তু রয়েইছে। তিনি কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় একাদশে সুযোগ পাননি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: লাল বলের ক্রিকেটে ভারত-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?