নয়াদিল্লি: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের পর কেটে গিয়েছে এক মাসেরও অধিক সময়। অবশেষে ফের একবার আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ, ২৬ ডিসেম্বর থেকে শরু হতে চলা প্রথম টেস্টে (IND vs SA 1st Test) মাঠে নামবেন কোহলি। লক্ষ্য রামধনুর দেশের প্রথমবার টেস্ট সিরিজ় জয়। ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য এই সিরিজ়ে কোহলির ব্যাট চলা যে কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীরা তাঁর দিকে নজর রাখবেন।


২৬ ডিসেম্বর মানেই বক্সিং ডে। এই দিনেই নিয়ম মেনে পৃথিবীর একাধিক প্রান্তে টেস্ট ম্যাচ আয়োজিত হয়। এই বক্সিং ডে টেস্টে মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার তথা ভারতীয় দলের মহাতারকা বিরাট কোহলির রেকর্ড কেমন? বক্সিং ডে টেস্ট কোহলি সাফল্য, ব্যর্থতা, দুইই দেখেছেন। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের প্রথম বক্সিং ডে টেস্ট খেলতে নামেন বিরাট কোহলি। সেই ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ১১ ও শূন্য রানে আউট হন তিনি।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের পরবর্তী বক্সিং ডে টেস্টে কোহলি ৪৬ ও ১১ রান করেন। নিজের তৃতীয় বক্সিং ডে টেস্টে অবশেষে 'কিং কোহলি' বড় রানের ইনিংস খেলেন। অজ়িদের বিরুদ্ধে মেলবোর্নে ১৬৯ ও ৫৪ রানের ইনিংস খেলেন। সেই টেস্টের চার বছর পর ফের একবার কোহলি অজ়িদের বিরুদ্ধেই মাঠে নামেন। এক্ষেত্রে তিনি প্রথম ইনিংসে ৮২ রান করলেও, দ্বিতীয় ইনিংসে খাতা খোলার আগেই আউট হয়ে যান। তার তিন বছর পর আজকের ম্যাচের ভেন্যু সেঞ্চুরিয়নে কোহলি ৩৫ ও ১৮ রান করে আউট হন। বক্সিং ডে টেস্টে সব মিলিয়ে কোহলি ১০ ইনিংসে মোট ৪২৬ রান করেছেন। তিনি একটি শতরানের পাশাপাশি দুইটি অর্ধশতরানও করেছেন। অধিনায়ক হিসাবে কোহলি দুইটি টেস্ট জিতলেও, খেলোয়াড় হিসাবে তিনি দুই ম্যাচ হারের পাশাপাশি এক ম্যাচ ড্র করেছেন। কোহলির সামনে তাঁর বক্সিং ডে টেস্টের রেকর্ড শুধরানোর সম্ভাবনা রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: বক্সিং ডে টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?