এবেখা: প্রথম ওয়ান ডেতে দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ওয়ান ডেও (IND vs SA 2nd ODI) জিতে নিয়ে সিরিজ় জয়ের লক্ষ্যেই আজ মাঠে নামে ভারতীয় দল। তবে ব্যর্থ সিংহভাগ ভারতীয় ব্যাটার। ব্যাট হাতে কেবল অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) এবং সাই সুদর্শন (Sai Sudarshan) ভারতের হয়ে লড়াই করলেন। দুই তারকাই অর্ধশতরান হাঁকান। অধিনায়ক রাহুল ৫৬ ও সাই সুদর্শন ৬২ রানের ইনিংস খেলেন। তা সত্ত্বেও কোনওক্রমে দুইশো রানের গণ্ডি পার করেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ৪৬.২ ওভারে ২১১ রানে অল আউট হল টিম ইন্ডিয়া।


এদিন টস জিতে ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মারক্রাম। দক্ষিণ আফ্রিকা নিজেদের একাদশে দুইটি বদল করে। ভারতের একাদশে বদল বলতে একটাই। শ্রেয়স আইয়ারের বদলে টিম ইন্ডিয়ার একাদশে সুযোগ পান রিঙ্কু সিংহ। সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়। সেই সিরিজ়ের আগে প্রস্তুতি সারার জন্য যে শ্রেয়সকে ছেড়ে দেওয়া হবে, তা আগেই জানানো হয়েছিল। সেইমতো তিনি না থাকায় রিঙ্কুকে সুযোগ দেওয়া হয়।


ব্যাটে নেমে ভারতীয় দলের শুরুটা একেবারেই ভাল হয়নি। ম্যাচের দ্বিতীয় বলেই নন্দ্রে বারগার রুতুরাজ গায়কোয়াড়কে সাজঘরে ফেরত পাঠান। রুতু আউট হওয়ার পর দুই তরুণ ব্যাটার তিলক বর্মা এবং সাই সুদর্শন ইনিংসের হাল ধরেন। তবে বারগারই তিলককে ১০ রানে সাজঘরে ফেরত পাঠান। এরপর তৃতীয় উইকেটে সুদর্শনকে সঙ্গ দিতে নামেন কেএল রাহুল। দুইজনে মিলে ৬৮ রানের পার্টনারশিপও গড়েন। নাগাড়ে দ্বিতীয় ম্যাচে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। লিজ়াড উইলিয়ামসের অনবদ্য এক বলে তিনি শেষমেশ আউট হন।


রাহুল নিজের অর্ধশতরান পূরণ করলেও, নিজের ইনিংসকে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। রিঙ্কু সিংহ ওয়ান ডে অভিষেকে শুরুটা দারুণভাবে করেছিলেন। দুই চার এবং এক ছক্কা হাঁকান তিনি। তবে কেশব মহারাজ তাঁকে ১৭ রানেই সাজঘরে ফেরত পাঠান। অর্শদীপ সিংহ শেষের দিকে ব্যাট হাতে ১৮ রানের ইনিংস খেলে ভারতীয় দলকে কোনওক্রমে দু'শো রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। রানের পুঁজি খুবই অল্প। এবার দেখার প্রোটিয়া বোলারদের মতো এই পিচে ভারতীয় ফাস্ট বোলাররাও জ্বলে উঠেন কি না।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: ভারতে থাকা স্ত্রীর কাছে নিলামের আপডেট পাচ্ছিলেন, রেকর্ড দাম পেয়ে জানালেন স্টার্ক