রায়পুর: এক, দুই নয়, নাগাড়ে ২০টি ম্য়াচ। ২০টি ওয়ান ডে ম্য়াচে টস হারল ভারতীয় দল। ১০ লক্ষ বারে এমন ঘটনা একবার ঘটে। প্রথম ওয়ান ডের মতো এই ম্য়াচও কিন্তু দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) টস জিতে প্রথমে বোলিংয়েরই সিদ্ধান্ত নিল। ভারতীয় দলে এই ম্যাচে কোনও বদল হবে কি না সেই নিয়ে জল্পনা-কল্পনা চলছিল, বিশেষত যেহেতু ঋষভ পন্থ বাইরে বসে রয়েছেন। তবে গত ম্যাচের দল নিয়েই এই ম্য়াচেও মাঠে নামছে টিম ইন্ডিয়া। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার একাদশে তিন বদল ঘটানো হল।

Continues below advertisement

নাগাড়ে ২০টি টস হার। ভাগ্য বদলের জন্য নাকি অনুশীলনও করছেন কেএল রাহুল (KL Rahul)। টসের সময় রাহুলকে বলতে শোনা যায়, 'সত্যি বলতে, এই টসের সময়ই আমি সবথেকে বেশি চাপে থাকছি। এই জন্য অনুশীলনও করছি, তবে তা কাজে লাগছে না।' তিনি ম্যাচপ্রসঙ্গে বলেন, 'গত ম্যাচে আমাদের জন্য অনেক ইতিবাচক দিক ছিল। আমরা জানি কী আশা করা যায় , না যায়, দলের সকলেই কিন্তু বেশ ভাল ছন্দে রয়েছে। এই সময়ে ভারতে শিশিরের প্রভাবটা বেশি করে লক্ষ্য করা যায়। বোলাররা সেই প্রভাবটা এড়ানোর জন্য কথাবার্তা বলে পরিকল্পনাও তৈরি করেছে। তাছাড়া গত ম্যাচ জিতে তো আমাদের আত্মবিশ্বাস নিঃসন্দেহেই বেড়েছে।' 

তবে দক্ষিণ আফ্রিকা দলে তিন বদল ঘটানো হল। সত্যি বলতে প্রোটিয়া একাদশে দুই বদল ঘটার সম্ভাবনা ছিলই। দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডেতে তাঁদের অধিনায়ক তেম্বা বাভুমাকে ছাড়াই মাঠে নেমেছিল। তাঁর পাশাপাশি সেই ম্যাচে দলের মুথ্য স্পিনার কেশব মহারাজকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। দ্বিতীয় ওয়ান ডেতে এই দুই তারকা ক্রিকেটারেরই প্রোটিয়া একাদশে ফেরার প্রবল সম্ভাবনা ছিল। হলও তাই। মহারাজের ক্ষেত্রে বিষয়টা বেশ খানিকটা সহজেই আন্দাজ করা গিয়েছিল। প্রেনেলান সুব্রায়েনের বদলে মহারাজ একাদশে ফিরলেন। তবে বাভুমার ক্ষেত্রে সিদ্ধান্তটা খানিকটা কঠিন ছিল।

Continues below advertisement

গত ম্যাচে কুইন্টন ডিকক এবং রায়ান রিকেলটন, প্রোটিয়াদের হয়ে দুই কিপার-ব্যাটারই খেলেছিলেন। দুইজনেই আবার প্রাথমিকভাবে ওপোর। তাই এই দুই তারকার একজনের বদলে বাভুমাকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছিল। সেইমতোই রিকেলটন দল থেকে বাদ পড়লেন, তাঁর জায়গায় দলে এলেন প্রোটিয়া অধিনায়ক। এই দুই তারকার পাশাপাশি প্রোটিয়া দলে তৃতীয় বদলও ঘটানো হয়। বার্টম্যানের বদলে ফাস্ট বোলার হিসাবে সুযোগ পান লুঙ্গি এনগিদি। টস হয়ে গিয়েছে, এবার অপেক্ষা শুধু ম্যাচ শুরুর।