কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ব্যাটিং লাইন আপ। ইনিংস এবং ৩২ রানে হেরে দুই ম্যাচের সিরিজ়ে ১-০ পিছিয়ে পড়েছে ভারতীয় দল। ৩ জানুয়ারিতে থেকে সফরের অন্তিম ম্যাচে (IND vs SA 2nd Test) সিরিজ়ে সমতা ফেরানোর আশায় মাঠে নামবে টিম ইন্ডিয়া। অপরদিকে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ভারতকে হোয়াইটওয়াশ করা। কিন্তু দ্বিতীয় টেস্টের আগেই প্রোটিয়া শিবিরে এসে পৌঁছল দুঃসংবাদ।


প্রথম টেস্টে ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলিং বিভাগ বিপাকে ফেলেছিল। সেই বোলিং বিভাগের অংশ ছিলেন জেরাল্ড কোয়েৎজা (Gerald Coetzee)। তিনিই চোটের জেরে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন। প্রথম টেস্ট চলাকালীন শ্রোণীর প্রদাহ রোগে ভুগছিলেন কোয়েৎজা। তিনি ম্যাচে সেই নিয়েই বল করে চলায় কষ্ট আরও বাড়ে। এর জেরেই তাঁকে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যেতে হল। তরুণ ফাস্ট বোলারকে নিয়ে দক্ষিণ আফ্রিকান ম্যানেজমেন্ট কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয়।


 






 


সেই কারণেই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া কোচ সুখরি কনরাড। কোয়েৎজার দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার কথা প্রোটিয়া ম্যানেজমেন্টের তরফে সরকারিভাবে ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে কোয়েৎজাকে দল থেকে ছেড়ে দেওয়া হলেও কিন্তু দক্ষিণ আফ্রিকার তরফে তাঁর বদলি হিসাবে কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি।


প্রসঙ্গত, প্রথম টেস্টে ভারত লজ্জাজনক হারের সম্মুখীন তো হয়েইছে, পাশাপাশি আইসিসির শাস্তির মুখেও পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক হারেই ভারতীয় শিবিরের যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে না। বরং তা আরও বাড়িয়ে দিল আইসিসি-র (ICC ) এক সিদ্ধান্ত। সেঞ্চুরিয়ন টেস্টে স্লো ওভার রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে ভারতের ২ পয়েন্ট কেটে নেওয়া হল। পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারতের কাছে যা বড় ধাক্কা।


২ পয়েন্ট কাটা যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক ধাপ নীচে নেমে গেল ভারত। পাঁচ নম্বর থেকে ছয় নম্বরে নেমে গেল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিদের যন্ত্রণা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। কারণ, ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ কাটা যাবে মন্থর বোলিংয়ের জন্য।


হিসেব কষে দেখা যায় যে, নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করেছিল ভারত। আইসিসি-র নিয়ম হচ্ছে, এক ওভার কম থাকলে ক্রিকেটারদের ৫ শতাংশ ম্যাচ ফি ও দলের এক পয়েন্ট কাটা যাবে। ভারত ২ ওভার পিছিয়ে থাকায় ক্রিকেটারদের ১০ শতাংশ ম্যাচ ফি ও দলের ২ পয়েন্ট কাটা গিয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: ভারতীয় দল থেকে বাদ পড়লেও, অনুশীলনে ফাঁকি দিতে নারাজ রাহানে