সেঞ্চুরিয়ান: রামধনুর দেশে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সিরিজ়ের প্রথম ম্যাচে যেখানে সঞ্জু স্যামসনের শতরানে ভর করে দুরন্ত জয় পেয়েছিল টিম ইন্ডিয়া, সেখানে দ্বিতীয় ম্যাচে বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেটও জয়ের জন্য যথেষ্ট হয়নি। ট্রিস্টান স্টাবস ও জেরাল্ড কোয়েৎজ়ার পরিপক্ক ব্যাটিং প্রোটিয়াদের সিরিজ়ে সমতায় ফেরায়। এবার তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs SA 3rd T20I) ফের একবার সম্মুখসমরে দুই দল।


এই ম্যাচে জয় মানে সিরিজ়ে লিড নিয়ে নেওয়া তো বটেই, পাশাপাশি সিরিজ়ে হারের শঙ্কাও কাটিয়ে ফেলা যাবে ম্যাচ জিতলেই। সূর্যকুমার যাদব পাকাপাকি টিম ইন্ডিয়ার বিশ ওভারের দলের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত এখনও কোনও সিরিজ় হারেনি। সেই রেকর্ড অক্ষত রাখার লক্ষ্যেই মাঠে নামবেন তাঁরা।


কাদের ম্যাচ


চার ম্যাচের টি-২০ সিরিজ়ে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা


কবে ম্যাচ


ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০ বুধবার, ১৩ নভেম্বর


কোথায় খেলা


সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে হবে ম্যাচ


কখন শুরু


ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ৮.৩০। টস ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে, রাত ৮টায়


কোথায় দেখবেন


টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার


অনলাইন স্ট্রিমিং


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে সরাসরি দেখা যাবে ম্যাচ


হেড-টু-হেড


ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশ ওভারের আন্তর্জাতিক মঞ্চে মোট ২৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এই মুখোমুখি লড়াইয়ে কিন্তু ভারতীয় দলই এগিয়ে রয়েছে। মাসকয়েক আগে বিশ্বকাপ ফাইনালসহ মোট ১৬ বার জিতেছে টিম ইন্ডিয়া। প্রোটিয়া বাহিনীর দখলে রয়েছে মোট ১২টি ম্যাচ। দুই দলের একটি ম্যাচ অমীমাংসিতই শেষ হয়। 


পিচের চরিত্র


সেঞ্চুরিয়ানের পিচ বরাবরই গতি ও বাউন্সের জন্য পরিচিত। এক্ষেত্রেও অন্য়থা হওয়ার সম্ভাবনা নেই। তাই ম্য়াচের ভাগ্য নির্ধারণে ফাস্ট বোলারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে পিচে বাউন্স শুধু ফাস্ট বোলাররা নয়, স্পিনাররাও কিন্তু উপভোগ। আর ভারতীয় দলের স্পিনাররা যে ধরনের বোলিং করে, তাতে বাড়তি বাউন্স কিন্তু খানিকটা লাভদায়কই হতে পারে বরুণদের জন্য। আর যেহেতু বাউন্সের তারতম্য হয় না, তাই ব্যাটাররা একবার সেট হয়ে গেলে কিন্তু, তাঁদের সামনে বড় রান করার হাতছানি রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারতীয় দলের মাথাব্যথা ব্যাটিং, প্রোটিয়াদের উদ্বেগের কারণ স্পিন, তৃতীয় টি-২০-তে জিতবে কোন দল?