ধর্মশালা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুল্লানপুরে ধাক্কা খাওয়ার পর ধর্মশালায় দুরন্তভাবে ফিরল ভারত। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে (IND vs SA) ২৫ বল বাকি থাকতেই সাত উইকেটে হারিয়ে সিরিজ়ে ফের একবার এগিয়ে গেল ভারতীয় দল। তবে টিম ইন্ডিয়ার হয়ে এই ম্যাচে মাঠে নামেননি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। 

Continues below advertisement

ভারতীয় দল এদিন একাদশে দুই বদল ঘটিয়ে মাঠে নেমেছিল। অক্ষর পটেলের সঙ্গে যশপ্রীত বুমরাও মাঠে নামেননি। তাঁদের বদলে হর্ষিত রানা ও কুলদীপ যাদব এই ম্য়াচে সুযোগ পান। কিন্তু হঠাৎ বুমরা কেন এই ম্যাচে মাঠে নামলেন না? তিনি কি ফের একবার চোটের কবলে পড়লেন? অনেক ভারতীয় সমর্থকের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল। বুমরা ম্যাচ না খেললেও অবশ্য তিনি চোটের কবলে পড়েননি। তাঁর অনুপস্থিতি বরং ব্যক্তিগত কারণে

বিসিসিআইয়ের তরফে বুমরার এই ম্যাচ না খেলার কারণ জানিয়ে এক বিবৃতিতে বলা হয়, 'যশপ্রীত বুমরা ব্যক্তিগত কারণে বাড়ি ফিরে গিয়েছেন এবং তিনি ম্যাচে খেলবেন না। আসন্ন ম্যাচগুলির জন্য বুমরার দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়ে আপডেট সময়মতো জানানো হবে।' অপরদিকে, তারকা অলরাউন্ডার অক্ষর পটেলের শরীর খারাপ। 'অক্ষর পটেল এই ম্য়াচে শারীরিক অসুস্থতার কারণে অনুপলব্ধ', বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়।

Continues below advertisement

অল্প রানের লক্ষ্যমাত্রা ছিল। ম্যাচ জেতাটা খুব একটা কঠিন ছিল না। কিন্তু চিন্তার কারণ যে দলের অধিনায়ক ও সহ অধিনায়কের অফফর্ম। এদিনও তার ব্যতিক্রম হল না। ক্রিজে সেট হয়েও বড় রান করতে পারলেন না শুভমন গিল। অন্যদিকে ফের ব্যর্থ হতে হল সূর্যকুমার যাদবকে। তবে ধর্মশালায়ে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল মেন ইন ব্লুজরা। 

১১৮ রানের লক্ষ্যমাত্রা ছিল। রান তাড়া করতে নেমে প্রথম বলেই এনগিডিকে ছক্কা হাঁকালেন অভিষেক শর্মা। প্রথম ওভারে মোট উঠল ১৭ রান। জয়ের মঞ্চ এভাবেই গড়ে দেন তরুণ বাঁহাতি ওপেনার। শুরু থেকেই এত আক্রমণাত্মক খেলেন যে বোলারের মনোবলটাই খারাপ হয়ে যায়। উল্টোদিকে থাকা গিলও ধীরে ধীরে হাত খুললেন। পাওয়ার প্লেতেই ৬১ রান বোর্ডে তুলে ফেলেছিল ভারত। অভিষেক হয়ত আরও একটা অর্ধশতরান পেয়েই যেতেন। কিন্তু মারক্রামের অবিশ্বাস্য ক্যাচ তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখাল।

গিল ছন্দে ফেরার চেষ্টা করছিলেন। বেশ কিছুক্ষণ ক্রিজে সময়ও কাটালেন। কিন্তু ৫টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২৮ রান করে আউট হয়ে গেলেন। তিন নম্বর স্লটে ভারতীয় দলের কুড়ির ফর্ম্যাটে অটোমেটিক চয়েস তিলক বর্মা। দারুণ ফর্মে রয়েছেন। এদিনও অপরাজিত থাকলেন শেষ পর্যন্ত। তবে রান পেলেন না সূর্যকুমার।  এনগিডির একটি ওভারে পরপর দুটো বাউন্ডারি হাঁকিয়েছিলেন। কিন্তু পরের বলেই ক্যাচ আউট হলেন। ব্যর্থতার তালিকা কিন্তু ভারত অধিনায়কের আরও লম্বা হচ্ছে। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া।