সন্দীপ সরকার, কলকাতা: প্রায় সাড়ে ছয় ফিট উচ্চতার দক্ষিণ আফ্রিকার পেসার বিব্রত করছে কে এল রাহুলকে (KL Rahul)। মার্কো জানসেনের বল খেলতে গিয়ে অস্বস্তিতে পড়ছেন রাহুল। সমস্যা আরও বাড়াচ্ছে ইডেন গার্ডেন্সের ক্লাব হাউস প্রান্তের সাইটস্ক্রিন!
লম্বা জানসেনের বল খেলার সময় ইডেন গার্ডেন্সের ক্লাব হাউস প্রান্তের সাইটস্ক্রিনের আশপাশে লোকজনের নড়াচড়ায় সমস্যায় পড়ে যাচ্ছেন রাহুল। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলার শেষেই সাইটস্ক্রিন নিয়ে অভিযোগ জানালেন রাহুল। তৎপর হয়ে ব্যবস্থা নিচ্ছে সিএবি-ও। শনিবার, ম্যাচের দ্বিতীয় দিন থেকে ক্লাব হাউসের লোয়ার টিয়ারের একটা নির্দিষ্ট অংশের দর্শকাসন বন্ধ রাখা হবে। যাতে দীর্ঘদেহী প্রোটিয়া ফাস্টবোলারের বল রিলিজ দেখতে কোনও সমস্যা না হয় ভারতের ব্যাটারদের।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে তোলা ১৫৯ রান তাড়া করতে নেমে ধৈর্যের পরিচয় দিয়েছেন রাহুল। পিচ যে ব্যাটিংয়ের জন্য হাইওয়েতে গাড়ি চালানোর মতো নয়, সেই ছবি স্পষ্ট। এই পিচে রান পেতে গেলে দরকার সংযম আর সংকল্প। যা দেখাচ্ছেন রাহুল। সঙ্গে তিন নম্বরে প্রোমোশন পাওয়া ওয়াশিংটন সুন্দর। প্রথম দিনের খেলার শেষে ভারতের স্কোর ৩৭/১। এখনও ১২২ রানে পিছিয়ে ভারত।
ম্যাচের প্রথম দিন বল হাতে ইডেনে আগুন জ্বাললেন যশপ্রীত বুমরা। ২৭ রানে পাঁচ উইকেট নিয়ে ছারখার করলেন দক্ষিণ আফ্রিকার ইনিংস। বুমরার দাপটেই মাত্র ১৫৯ রানে শেষ হয়ে গেল টেস্টে বিশ্বচ্যাম্পিয়নদের জারিজুরি।
ইডেনের যে পিচকে স্পিন বোলিং সহায়ক মনে করা হচ্ছিল, সেখানেই জোরে বোলিংকে শিল্পের পর্যায়ে তুলে নিয়ে গেলেন বুম বুম। যা দেখে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসের তিনতলায় প্রেসিডেন্টস বক্সে বলে খেলা দেখছিলেন। তারপর কিছুক্ষণ লোয়ার টিয়ারে বসে খেলা দেখলেন। প্রেসিডেন্টস বক্স থেকে লোয়ার টিয়ারে যাওয়ার সময় বলছিলেন, 'বুমরার মতো পেসারের ভাল পারফরম্যান্সের জন্য পিচ কীরকম সেটা কোনও ব্যাপারই নয়। ওর যা দক্ষতা সব ধরনের পিচে দারুণ বল করে। ইডেনেও এত ভাল বল করল।'
ভারত কি চালকের আসনে? কিছুটা সতর্ক সৌরভ। বললেন, 'ভারতকে ভাল ব্যাট করতে হবে।' প্রথম দিন প্রায় ৩৭ হাজার মানুষ খেলা দেখলেন ইডেনে। শনি ও রবিবার হাউসফুল হয়ে যেতে পারে। কানায় কানায় ভরা গ্যালারির সামনে জ্বলে উঠবেন ভারতীয় ব্যাটাররা?