রাঁচি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় খেলতে নেমে পড়বে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজ়ে টিম ইন্ডিয়াকে দলের অধিনায়ক তথা সহ-অধিনায়ক যথাক্রমে শুভমন গিল (Shubman Gill) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) খেলতে পারবেন না। দুইজনেই চোটের কবলে রয়েছেন। দুই তারকার বিষয়ে এবার আপডেট দিলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)।
মর্কেল আশাবাদী দ্রুতই শুভমন ও শ্রেয়স ভারতীয় দলে ফিরে পুনরায় দলে যোগ দেবেন। তিনি বলেন, 'আমার মনে হয় এ বিষয়ে মেডিক্য়াল দলই একেবারে সঠিক আপডেট দিতে পারে। আমি দুই দিন আগেই শুভমনের সঙ্গে কথা বলেছিলাম ও কেমন আছে জানার জন্য। ও ঠিকঠাকভাবেই সুস্থ হয়ে উঠছে। এই জিনিসটা শুনে আমরা বেশ সন্তুষ্ট।'
শ্রেয়সের ক্ষেত্রে মর্কেল জানান, 'শ্রেয়সও কিন্তু নিজের রিহ্যাব শুরু করে দিয়েছে। সেটা দারুণ। আমরা ওদের দুইজনকে স্কোয়াডে ফিরে পেতে মুখিয়ে রয়েছি। ভাল বিষয় হল ওরা সুস্থ রয়েছে এবং দলে ফেরার পথে প্রস্তুতি শুরু করে দিয়েছে।' শ্রেয়স আইয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ক্যাচ ধরতে গিয়ে প্লীহাতে চোট পেয়েছিলেন। তারপর বেশ খানিকটা সময় হাসপাতালে থাকার পর দেশে ফিরেছেন তিনি। অপরদিকে, শুভমন গিল প্রোটিয়াদের বিরুদ্ধেই কলকাতা টেস্টে ব্যাটিংয়ের সময় ঘাড়ে চোট পান। সেই কারণেই দুই তারকা আপাতত জাতীয় দলের বাইরে রয়েছেন। তবে ভারতীয় সমর্থকদের জন্য আশার বাণী শোনালেন মর্কেল।
ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ এও মনে করেন যে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলতে সম্পূর্ণভাবে সক্ষম। মর্কেল বলেছেন, 'বিশ্বকাপ এখনও অনেক দূরে। ওরা দুজনেই অসাধারণ ক্রিকেটার। ওরা যতক্ষণ পরিশ্রম করে ফিটনেস বজায় রাখবে, ততক্ষণ অবশ্যই খেলতে পারে। আমি সবসময় অভিজ্ঞতার উপর ভরসা রেখেছি এবং এমন অভিজ্ঞতা আপনি অন্য কোথাও পাবেন না। ওরা অনেক ট্রফি জিতেছে, জানে বড় টুর্নামেন্টগুলিতে কীভাবে খেলতে হয়। তাই বিশ্বকাপে ওরা অবশ্যই খেলতে পারে।'
মর্কেল আরও জানিয়েছেন যে তিনি নিজে রোহিত এবং বিরাটের বিরুদ্ধে খেলেছেন। মর্কেল বলেছেন, 'ওদের বিরুদ্ধে বোলিং করার পর অনেকবার আমার রাতের ঘুম উড়ে গেছে। একজন বোলার হিসাবে আমি জানি ওদের বিরুদ্ধে খেলার জন্য কী স্তরের অনুশীলন দরকার। আমি এই কথা সমর্থন করি যে, রোহিত এবং বিরাটের ২০২৭ সালের বিশ্বকাপে খেলা উচিত।'