রাঁচি: আর কিছুক্ষণ পরেই শুরু ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (IND vs SA) প্রথম ওয়ান ডে ম্যাচ। টেস্ট সিরিজ়ে মুখ থুবড়ে পড়ার পর ওয়ান ডেতে ওয়ান ডেতে প্রত্যাঘাতের লক্ষ্যে ভারতীয় দল। সেই লক্ষ্যে টিম ইন্ডিয়ার বড় হাতিয়ার রো-কো জুটি। অভিজ্ঞ রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat K০hli), উভয়েই ম্যাচপূর্বে জমিয়ে কসরত করলেন। তার সঙ্গেই চলল আড্ডা, হাসিঠাট্টাও। 

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে রোহিত ও কোহলিকে রাঁচিতে ভারতের নেটে অনুশীলন করতে দেখা যাচ্ছে। পাশাপাশি উভয়েই ক্যাচিং অনুশীলন ড্রিলেও অংশ নেন। তবে নজর দেওয়ার বিষয় হল ভিডিওটিতে এক ঝলক রোহিতকে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায়। শুভমন গিল নেই। তাঁর অনুপস্থিতিতে সপ্তাহান্তে সম্ভবত যশস্বীই রোহিতের ওপেনিং পার্টনার হতে চলেছেন। সেই ওপেনিং পার্টনারের সঙ্গে হয়তো ম্য়াচের জন্য শলাপরামর্শ করছিলেন রোহিত। ম্যাচের কথা ভেবে সাজিয়ে নিচ্ছিলেন পরিকল্পনা।

অপরদিকে, কোহলিকে কিন্তু একেবারে খোশমেজাজে দেখা গেল। অর্শদীপ সিংহ নিজের মজাদার আচরণের জন্য ইতিমধ্যেই দলের অন্দর এবং সমর্থকদের মধ্যেও সমানভাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সেই অর্শদীপের কোনও কথাতেই সম্ভবত কোহলিকে হেসে কার্যত গড়াগড়ি খেতে দেখা গেল। বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে অন্তর্বর্তীকালীন অধিনায়ক কেএল রাহুল, তিলক বর্মা, ঋষভ পন্থদেরও অনুশীলন করতে দেখা যায়।

Continues below advertisement

 

এরই মধ্যে শোনা যাচ্ছে রোহিত শর্মা ও বিরাট কোহলির ক্রিকেটীয় ভবিষ্যৎ ঠিক করতে বৈঠকে বসতে পারেন বোর্ড কর্তারা। শোনা যাচ্ছে, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হলেই দুই তারকার ভবিষ্যৎ নির্ধারণ করতে আমদাবাদে একটি বৈঠক হবে। যে বৈঠকে থাকার কথা বোর্ডের শীর্ষকর্তা থেকে শুরু করে কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকরের। পরের ওয়ান ডে বিশ্বকাপে রোহিত ও কোহলিকে রাখা হবে কি না, তা নিয়ে মত বিনিময় হতে পারে সেই বৈঠকে।

এ-ও বলা হচ্ছে যে, রোহিত ও কোহলিকে ছাড়াই যদি ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের নকশা তৈরি হয়, তাহলে তাঁদের বিকল্প মজুত রয়েছে কি না, সেটা নিয়েও আলোচনা করা হবে ওই বৈঠকে। শোনা গেল, রোহিত ও কোহলির সঙ্গে এখন ও পর্যন্ত এ নিয়ে কোনও আলোচনা করেনি বোর্ড বা কোচ, নির্বাচকেরা।