ডারবান: মাত্র চার বছর আগে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছিলেন। তবে ইতিমধ্যেই ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়ে গিয়েছেন তিনি। রোহিত শর্মার অবসরের পর ভারতীয় দলের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল টেস্টে মুখ থুবড়ে পড়ার আসন্ন দক্ষিণ আফ্রিকা (IND vs SA T20) সিরিজ়ের দিকে তাকিয়ে অনেক সমর্থক। এই সিরিজ় জয় সমর্থকদের মুখে হাসি ফোটাবে। আর এই সিরিজ়েই অধিনায়ক সূর্যকুমার যাদবের সামনে একাধিক রেকর্ড গড়ার হাতছানি রয়েছে।
দীর্ঘদিন সূর্য আইসিসির ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বের সেরা টি-টোয়োন্টি ব্যাটার ছিলেন। তাঁর বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডও কিন্তু ঈর্ষণীয়। এখনও পর্যন্ত ৭৪ ম্যাচে ৪২.৪০ গড় ও ১৬৯.৪৮ স্ট্রাইক রেটে ২৫৪৪ রান করেছেন সূর্যকুমার। প্রোটিয়া সিরিজ়ে কিন্তু ব্যাটার সূর্যর সামনে একাধিক রেকর্ড গড়ার হাতছানি।
রামধনুর দেশে এই সিরিজ়ে আর মাত্র ১০৭ রান করলেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজ়ের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন সূর্যকুমার। তিনি আপাতত সাত ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে বিশ ওভারের ক্রিকেটে ৩৪৬ রান করেছেন। এই সিরিজ়ে ২১ ম্যাচে ৪৫২ রান করা ডেভিড মিলার শীর্ষে রয়েছেন। তাঁকে কিন্তু টপকে যাওয়ার হাতছানি রয়েছে ভারতীয় অধিনায়কের সামনে।
সূর্যকুমারের ছক্কা মারার দক্ষতাও প্রশ্নাতীত। তিনি ছক্কার নিরিখেও রেকর্ড গড়তে পারে। চার ম্যাচের সিরিজ়ে ছয়টি ছক্কা হাঁকাতে পারলেই দ্রুততম ব্যাটার হিসাবে ১৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছক্কা হাঁকিয়ে ফেলবেন। তিনি আপাতত ৭১ ইনিংসে মোট ১৪৪টি ছয় মেরেছেন। রোহিত শর্মা ও মার্টিন গাপ্টিলের পর তৃতীয় ব্যাটার হিসাবে এই মাইলস্টোন স্পর্শ করবেন সূর্য।
তবে নেতা সূর্য ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলগত সাফল্যেও মাঠে নামবেন। গতবারও প্রোটিয়া দলের বিরুদ্ধে বিশ ওভারের সিরিজ়ে অধিনায়ক ছিলেন সূর্য। তাঁর নেতৃত্বে ভারতীয় দল ১-১ ঠিক বছর খানেক রামধনুর দেশের সিরিজ় ড্র করেছিল। তবে তখন অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন তিনি। এবার পাকাপাকি অধিনায়ক হিসাবে দলের দায়িত্ব নিয়ে সিরিজ় জেতানোর লক্ষ্যে সূর্যকুমার যাদব। এক তরুণ দলকে নিয়ে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে সূর্যকুমার হারাতে পারে কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ইডেনে বসবে না আইপিএল ২০২৫-র আসর? নতুন 'হোম গ্রাউন্ডে' খেলবে কেকেআর?