গুয়াহাটি: শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। আজ থেকে শুরু হতে চলেছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (Ind vs SL ODI) । অসমের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রথম ওয়ান ডের আগেই বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম (Barsapara Cricket stadium) এবং তাঁর আশেপাশের সমস্ত আবাসনে সাপ দূরে রাখার স্প্রে করা হচ্ছে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Assam Cricket Association) তরফে। 


সাপ দূর করার স্প্রে


কিন্তু হঠাৎ সাপ দূর করার স্প্রে কেন? গত বছরের অক্টোবর মাসে এই মাঠেই আয়োজিত হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। সেই ম্যাচেই মাঠের মধ্যে হঠাৎ করেই একটি সাপ ঢুকে পড়ে। মিনিট পাঁচেকের জন্য ম্যাচ বাধ্য করেই বন্ধ রাখতে হয়। শেষমেশ এক মাঠকর্মী কোনওক্রমে ওই সাপকে মাঠ থেকে বের করতে সক্ষম হয়। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণেই ভারত-শ্রীলঙ্কার ম্যাচের সাপ দূরে রাখার স্প্রে করা হচ্ছে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম এবং তার আশেপাশের জায়গাগুলিতে। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তরঙ্গ গগৈ এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'মশা, মাছি দূরে রাখতে কীটনাশক তো স্প্রে করা হচ্ছেই, এছাড়া মাঠ এবং তার আশেপাশের সমস্ত কমপ্লেক্সে আমরা সাপ দূরে রাখার কেমিক্যাল স্প্রে করছি।'


অর্ধদিবস ছুটি


এই ম্যাচের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে অসম সরকার।  গুয়াহাটি তথা কামরূপ মেট্রোপলিটন জেলায় এই অর্ধদিবস ছুটি থাকবে। এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে ম্যাচে নামবে ২ দল। দুপুর ১টার পর থেকে কামরূপ মেট্রোপলিটন জেলার সব সরকারি অফিস, স্কুল বন্ধ করে দেওয়া হবে। ম্যাচের জন্য ইতিমধ্যেই ভারত ও শ্রীলঙ্কার অনেক ক্রিকেটার গুয়াহাটিতে পৌঁছে গিয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ম্য়াচের যাবতীয় আয়োজন দেখার জন্য বর্ষাপাড়া স্টেডিয়ামে গিয়েছিলেন।


জোরাল ধাক্কা


শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি হতে পারতেন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) প্রধান পেস অস্ত্র। কিন্তু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন ডানহাতি পেসার। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে বিবৃতি দিয়ে জানানো হল যে, গুয়াহাটিতে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে বুমরার যোগ দেওয়ার কথা থাকলেও, তিনি এখনও পুরো ম্যাচ ফিট নন। সেই কারণে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারবেন না। তাঁর পুরো ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে বলেও জানানো হয়েছে বোর্ডের তরফে।


আরও পড়ুন: কেন জাতীয় দলে ফিরেও ফের বাদ বুমরা, জানালেন রোহিত