মুম্বই: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র দুই রানে শ্রীলঙ্কাকে হারিয়ে (IND vs SL 1st T20) তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল। ভারতের হয়ে নিজের অভিষেক ম্যাচেই চার উইকেট নিলেন শিবম মাভি (Shivam Mavi)। ১৬০ রানেই অল আউট হয়ে গেল দ্বীপরাষ্ট্র। ভারতীয় দল প্রথমে ব্যাট করে ১৬২ রান তোলে। টিম ইন্ডিয়ার হয়ে ঈশান কিষাণের ৩৭ রানের ইনিংস ছাড়াও, দীপক হুডা ও অক্ষর পটেল (Axar Patel) ষষ্ঠ উইকেটে ৬৮ রান যোগ করেন। দীপক ৪১ ও অক্ষর ৩১ রানে অপরাজিত থাকেন।
নতুন বলে মাভির দাপট
১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ওভারেই মাত্র এক রানে পাথুম নিসাঙ্কাকে সাজঘরে ফেরত পাঠান শিবম মাভি। নিজের পরের ওভারেই ধনঞ্জয় ডি সিলভাকেও ৮ রানে আউট করেন মাভিই। একদিকে যখন মাভি নতুন বল হাতে আগুন ঝরাচ্ছেন, অপরিদকে সেখানে আরেক তরুণ ফাস্ট বোলার উমরান মালিকও পিছিয়ে ছিলেন না। তিনি ১২ চরিথ আসালঙ্কাকে সাজঘরে ফেরত পাঠিয়ে শ্রীলঙ্কাকে তৃতীয় ধাক্কাটি দেন। পরের ওভারে কুশল মেন্ডিসকে ২৮ রানে ফেরান হার্ষাল পটেল। ৫১ রানেই চার উইকেট হারায় শ্রীলঙ্কা।
ভানুকা রাজাপক্ষও ১০ রানে হার্ষালের শিকার হন। ধুঁকতে থাকা লঙ্কান ইনিংসের হাল ধরেন অধিনায়ক দাসুন শানাকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। যুজবেন্দ্র চাহালের এক ওভারে ১৭ রান হাঁকিয়ে ম্যাচ ভারতের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেন ওয়ানিন্দু। তবে তাঁর ১০ বলে ২১ রানের আগ্রাসী ইনিংস থামান সেই মাভিই। শানাকাও ২৭ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন। এই সময় মনে হচ্ছিল ভারতীয় দল হয়তো ম্য়াচ জিতে যাবে। কিন্তু কার্যত একা হাতেই শ্রীলঙ্কার হয়ে লড়াই চালিয়ে যান চামিকা করুণারত্নে।
শেষ ওভারের নাটক
ম্যাচের শেষ ওভারে অক্ষর পটেলের বিরুদ্ধে দ্বীপরাষ্ট্রের জয়ের জন্য ১৩ রানের প্রয়োজন ছিল। ওভারের তৃতীয় বলে ছয় মারেন চামিকা। তিন বলে এই সময়ে শ্রীলঙ্কার জয়ের জন্য পাঁচ রান প্রয়োজন ছিল। প্রবল চাপের মুখে বল হাতে জ্বলে উঠেন অক্ষর। শেষ তিন বলে মাত্র দুই রান দেন তিনি। ম্যাচ জেতে ভারত। ওভারের শেষ দুই বলে দুইটি রান আউট হওয়ায় অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে মাভি ২২ রান খরচ করে চার উইকেট নেন। দুইটি করে উইকেট পান হার্ষাল ও উমরান। তবে ২৩ বলে ৪১ রানের ইনিংসের জন্য দীপক হুডাকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়।
আরও পড়ুন: শেষের দিকে হুডা, অক্ষরের ঝোড়ো পার্টনারশিপ, শ্রীলঙ্কাকে ১৬৩ রানের লক্ষ্য দিল ভারত