মুম্বই: আজই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs SL 1st T20) মাঠে নেমেছে ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে রোহিত শর্মা, কেএল রাহুলরা নেই। তাঁদের অনুপস্থিতিতে ভারতীয় দলে ওপেনারের ভূমিকায় শুভমন গিলের (Shubman Gill) অভিষেক ঘটানোর সম্ভাবনা ছিলই, সেই সম্ভাবনাই সত্যি হল। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে অভিষেক ঘটালেন শুভমন।
তবে শুধু শুভমন একা নন, তাঁর দীর্ঘদিনের বন্ধু শিবম মাভিও এই ম্যাচে নিজের অভিষেক ঘটালেন। ভারতের হয়ে একসঙ্গে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন শুভমন ও শিবম। এবার ভারতের হয়ে টি-টোয়েন্টিতেও একইসঙ্গে অভিষেক ঘটালেন দুইজনে। শুভমন গিলকে নিজের টি-টোয়েন্টি ক্যাপটি দেন সূর্যকুমার যাদব। শিবম মাভিকে তাঁর ক্যাপটি দেন এই সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করা হার্দিক পাণ্ড্য।
প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারতীয় দল। প্রথম ওভারে ঈশান কিষাণ শুরুটা দুর্দান্তভাবে করলেও, অভিষেক ঘটানো শুভমন অবশ্য সাত রানের বেশি করতে পারেননি। মাহিশ থিকশানার বলে এলবিডব্লু হন শুভমন। ২৭ রানে প্রথম উইকেট হারাল ভারতীয় দল।
চলতি সিরিজে সুযোগ না পেলেও দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ১০ জানুয়ারি থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজে (IND vs SL ODI) জাতীয় দলে ফিরলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চার মাস চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকার পর ফের একবার ভারতীয় দলের জার্সিতে মাঠে নামতে প্রস্তুত তারকা বোলার।
এনসিএ-র সার্টিফিকেট
গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ভারতীয় দলের তারকা বোলার চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। তিনি পিঠের চোটের কারণে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। তবে নিজের পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর বর্তমানে ফিট বুমরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) তরফে বুমরাকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে। তারপরেই জাতীয় দলের নির্বাচকরা আর সময় নষ্ট না করে বুমরাকে দলে ফেরালেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে না খেললেও, ওয়ান ডে সিরিজে বুমরার জাতীয় দলে ফেরার কথা আজই ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়। বুমরা শীঘ্রই ওয়ান ডে সিরিজের আগে ভারতীয় দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবেন।
আরও পড়ুন: পাওয়ার প্লে শেষের আগেই দ্বিতীয় উইকেটের পতন, সাজঘরে ফিরলেন সূর্য