মুম্বই: উমরান মালিকের (Umran Malik) গতির বিষয়ে নতুন করে বলার কিছুই থাকে না। গোটা ক্রিকেটবিশ্বই ইতিমধ্যে তাঁর গতির চাক্ষুষ করেছেন। অনেকেই মনে করছেন শোয়েব আখতারের সর্বকালের সর্বাধিক গতিবেগে বল করার রেকর্ড ভেঙে দিতে পারেন উমরন। সেই রেকর্ড এখনও ভাঙতে না পারলেও, মঙ্গলবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL 1st T20) দ্রুততম ভারতীয় বোলার হওয়ার কৃতিত্ব নিজের নামে করে ফেললেন উমরন। 


দ্রুততম ভারতীয়


এতদিন পর্যন্ত আন্তর্জাতিক স্তরে ভারতীয় হিসাবে দ্রুততম বলটি করার কৃতিত্ব ছিল যশপ্রীত বুমরার দখলে। তিনি ১৫৩.৩৬ কিমি বল করেছিলেন। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২৩ সালের প্রথম ম্যাচেই ১৫৫ কিমির অধিক গতিতে বল করে বুমরার সেই রেকর্ড ভেঙে ফেললেন উমরন। তিনি শুধু দ্রুত গতিতে বলই করেননি, সেই বলে সাফল্যও পেয়েছেন বটে। দারুণ ছন্দে ব্যাট করা শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে ওই বলেই আউট করেন উমরন। গুরুত্বপূর্ণ সময়ে শানাকার উইকেট ভারতের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেয়। 


অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ জানুয়ারি থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজেই জম্মু ও কাশ্মীরের তারকার রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে বুমরার সামনে। চার মাস পরে চোট সারিয়ে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন বুমরা। প্রসঙ্গত, উমারন, বুমরার পর আন্তর্জাতিকে ভারতের হয়ে তৃতীয় দ্রুততম বলটি করেছেন মহম্মদ শামি। তিনি ১৫৩.৩ কিমি গতিবেগে বল করেছিলেন। চতুর্থ স্থানে রয়েছেন নভদীপ সাইনি। ভারতের জার্সিতে ১৫২.৮৫ কিমি গতিবেগে বল করার কৃতিত্ব রয়েছে তাঁর। প্রসঙ্গত, আইপিএল ২০২২-এ এর থেকেও অধিক, ১৫৬.৯ কিমিতে বল করার কৃতিত্ব রয়েছে উমরনের দখলে।


ভারতের জয়


প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র দুই রানে শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল। ভারতের হয়ে নিজের অভিষেক ম্যাচেই চার উইকেট নিলেন শিবম মাভি (Shivam Mavi)। ১৬০ রানেই অল আউট হয়ে গেল দ্বীপরাষ্ট্র। ভারতীয় দল প্রথমে ব্যাট করে ১৬২ রান তোলে। টিম ইন্ডিয়ার হয়ে ঈশান কিষাণের ৩৭ রানের ইনিংস ছাড়াও, দীপক হুডা ও অক্ষর পটেল (Axar Patel) ষষ্ঠ উইকেটে ৬৮ রান যোগ করেন। দীপক ৪১ ও অক্ষর ৩১ রানে অপরাজিত থাকেন।


আরও পড়ুন: দিল্লি নয়, চিকিৎসার উদ্দেশে মুম্বইয়ে উড়িয়ে আনা হচ্ছে ঋষভকে, জানাল বোর্ড