নয়াদিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আর কামব্যাক, শব্দটা যেন দিন দিন সমার্থকই হয়ে উঠেছে। ক্রিকেটার হিসাবে তাঁর কামব্যাকের কথা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। ক্রিকেটার হিসাবে বহুদিন অবসর নিলেও, তাঁর কামব্যাক করার স্বভাবটা বদলায়নি। ফের একবার কামব্যাক ঘটাতে চলেছেন মহারাজ। তবে এবারের কামব্যাকটা ক্রিকেটার হিসাবে নয়, বরং দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্রিকেট ডিরেক্টর হিসাবে।


সৌরভের কামব্যাক


বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার আগে ২০১৯ সাল পর্যন্ত তিনি দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর পদে ছিলেন। এখন আর তিনি বোর্ড সভাপতি নন, তাই এবার তিনি আবারও একবার দিল্লি ফ্রাঞ্চাইজির ডিরেক্টর পদে দায়িত্ব নিতে চলেছেন বলেই একাধিক সূত্রে খবর। সৌরভ দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটের দিকটা তো দেখবেনই, পাশাপাশি ফ্রাঞ্চাইজির আরও দুইটি দল দুবাই ক্যাপিটালস ও প্রিটোরিয়া ক্যাপিটালসেরও ক্রিকেট বিভাগের একাধিক দিকের দায়িত্ব সামলাতে পারেন সৌরভ।


আইপিএলের সঙ্গে জড়িত এক সূত্র পিটিআইকে জানান, 'হ্যাঁ, এই বছরই সৌরভ আবারও দিল্লি ক্যাপিটালসে ফিরতে চলেছেন। ইতিমধ্যেই এই বিষয়ে বিস্তর আলোচনা হয়ে গিয়েছে। ওঁ এর আগেও এই ফ্রাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন। দলের মালিকদের সঙ্গে ওঁর সম্পর্কও খুব ভাল। আইপিএলে যদি ওঁ কোনও দলের হয়ে কাজ করেন, তাহলে সেই দলটি দিল্লি ক্যাপিটালসই।'


পন্থের আরোগ্য কামনায় উবর্শীর মা


শুক্রবার গাড়ি দুর্ঘটনায় কবলে পড়েন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতের তারকা ক্রিকেটার আপতত স্থিতিশীল হলেও, তিনিই হাসপাতালেই রয়েছেন। পন্থের সমর্থক থেকে বিশ্বের একাধিক তারকা ক্রিকেটার, পন্থের আরোগ্য কামনা করছেন সকলেই। ঋষভ পন্থ ও উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। অতীতে বহুবার তাঁদের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছিল। পন্থের দুর্ঘটনার পরে উর্বশী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন। এবার পন্থের আরোগ্য কামনায় প্রার্থনা করার অনুরোধ করলেন উর্বশীর মা মীরাও (Urvashi Rautela।


মীরা রাউতেলা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পন্থের একটি ছবি পোস্ট করে লেখেন, 'সোশ্যাল মিডিয়ার জল্পনা একদিকে এবং আন্তর্জাতিক স্তরে উত্তরাখণ্ডের মুখ উজ্জ্বল করার কৃতিত্ব অন্যদিকে। সিদ্ধবালিবাবা যেন দ্রুত তোমায় সুস্থ করে তোলে। আপনারাও সকলে ঋষভ পন্থের জন্য প্রার্থনা করুন।' মুহূর্তের মধ্যেই উর্বশীর মায়ের পোস্ট ভাইরাল হয়ে যায়। মীরা রাউতেলার ফলোয়াররা তাঁর পোস্টে উর্বশীকে ট্যাগ করেও একাধিক কমেন্ট করেন। প্রসঙ্গত, পন্থের দুর্ঘটনার পর উর্বশী পোস্ট করলেও, পন্থকে নিয়ে সরাসরি তিনি কোনওরকম মন্তব্য করেননি। তবে উর্বশীর মায়ের এই পোস্টে জল্পনা আরও বাড়ল।


আরও পড়ুন: ধোনিকে প্রথম চিহ্নিত করেছিলেন, প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার প্রকাশ পোদ্দার