কলম্বো: বিতর্ক যেন পিছু ছাড়ছে না হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya)। প্রথমে টি-২০ দলের নেতৃত্বের দৌড়ে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কাছে পিছিয়ে পড়া। তারপর স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদ। এবার হার্দিককে নিয়ে বোমা ফাটালেন ডাভ হোয়াটমোর। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে বঢোদরার কোচিং করিয়েছেন। যে রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেই উত্থান হার্দিকের।
১৯৯৬ সালে হোয়াটমোরের কোচিংয়েই ওয়ান ডে বিশ্বকাপ জিতে সাড়া ফেলে দিয়েছিল অর্জুন রণতুঙ্গা, অরবিন্দ ডি'সিলভার শ্রীলঙ্কা। পরে দুই মরশুমের জন্য বঢোদরার কোচ হয়েছিলেন হোয়াটমোর। ২০২১-২২ ও ২০২২-২৩ মরশুমে বঢোদরার কোচ ছিলেন হোয়াটমোর। তিনি বোমা ফাটিয়েছেন, ঘরোয়া ক্রিকেট খেলার ব্যাপারে অনীহা রয়েছে হার্দিকের। বিশেষ করে তাঁর আমলে এমনই অভিজ্ঞতা হয়েছিল বলে জানিয়েছেন হোয়াটমোর।
হার্দিক নয়, জাতীয় টি-২০ দলের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। যে সিদ্ধান্ত অনেককে অবাক করেছে। কারণ, টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সহ অধিনায়ক ছিলেন হার্দিক। রোহিতের টি-২০ থেকে অবসরের পর হার্দিকই ভারতের টি-২০ অধিনায়ক হবেন, ধরেই নিয়েছিলেন সকলে। কিন্তু তা হয়নি। জাতীয় দলের নবনিযুক্ত কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, ফিটনেস হার্দিককে অধিনায়ক না করার নেপথ্যে অন্যতম কারণ।
তারপরই জানা যায় যে, আসন্ন ঘরোয়া মরশুমে বঢোদরার হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন হার্দিক। ২০১৮ সালের পর থেকে আর বঢোদরার হয়ে খেলেননি হার্দিক। সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেটে কে কীরকম পারফর্ম করছেন, দেখে নিতে চায়। আর সেই কারণেই হয়তো ফের ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক।
আর এই পরিস্থিতিতে হার্দিকের বিরুদ্ধে বোমা ফাটালেন হোয়াটমোর। বঢোদরার প্রাক্তন কোচ বলেছেন, 'অনেকেই আছে যারা ঘরোয়া স্তরে সাদা বলের ক্রিকেট খেলতে চায় না। বঢোদরায় আমার শেষ কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, হার্দিক সাদা বলের ক্রিকেটে খেলতে চায় না। আমি অবাক হয়ে যেতাম এটা দেখে যে, ওকে বঢোদরার অলরাউন্ডার বলা হতো অথচ ও বঢোদরার হয়ে বেশ কয়েক বছর খেলেইনি! অবশ্যই কয়েকজন আছে যারা ঘরোয়া ক্রিকেট খেলতে চায় না।' ঘরোয়া ক্রিকেটে খেলা নিয়ে ভারতীয় বোর্ডের কড়া অবস্থানে খুশি হোয়াটমোর।
আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে কোন দশটি খেলায় ভারতের পদক সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল? রইল ঝলক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।