রাজকোট: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯১ রানে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল (Team India)। গোটা সিরিজে দুরন্ত অলরাউন্ডার পারফরম্যান্সের জন্য অক্ষর পটেলকে (Axar Patel) সিরিজ সেরা ঘোষণা করা হয়। সিরিজ সেরা হয়ে অক্ষর জানান বল নয়, বরং ব্যাট হাতেই দলের জয়ে নিজের অবদান রাখতে পেরে তিনি বেশি খুশি হন। 


অধিনায়কের ভরসা


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অক্ষর ১৯৫-র স্ট্রাইক রেটে ১১৭ রান করেন। এর মধ্যে প্রতিকূল পরিস্থিতিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬৫ রানের একটি অনবদ্য লড়াকু ইনিংসও রয়েছে। তারকা অলরাউন্ডার জানান দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্য তাঁকে নিজের স্বাভাবিক খেলাটা খেলার স্বাধীনতা দেন যা তাঁর সাফল্যের অন্যতম কারণ। ম্যাচ শেষে অক্ষর বলেন, 'যখন আমার দল আমার ব্যাটিংয়ের দ্বারা লাভবান হয়, তখন আমি বেশি খুশি হই। এই সিরিজে আমি আলাদা কিছু করিনি। শুধু এটাই বলতে পারি যে অধিনায়ক সাজঘরে আমায় প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছেন। ওঁ আমায় স্বাধীনভাবে খেলার জন্য উদ্বুদ্ধ করেন এবং সবসময় বলেন বেগতিক কিছু হলে তিনি সামলে নেবেন। ম্যাচের আগে টিম মিটিংয়ে আমরা অনেক পরিকল্পনা করে থাকি। তবে সবসময় তো সবকিছু পরিকল্পনামাফিক হয় না। সেক্ষেত্রেও কিন্তু আমি নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করি।'


সিরিজে অক্ষর তিনটি উইকেটও নেন, ইকোনমি ৭.৪০। ব্যাট ও বল, উভয় বিভাগেই ভাল পারফর্ম করার জন্যই তিনি সিরিজ সেরা হলেন। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও সূর্যকুমার যাদবের সঙ্গে মিলে ৩৯ রান যোগ করেন। ৯ বলে তিনি ২১ রানে অপরাজিত থাকেন। অপরদিকে, শতরানকারী সূর্যকুমার যাদবের মুখে কোচের প্রশংসা। ম্যানেজমেন্টের আত্মবিশ্বাসই তাঁর সাফল্যেরও চাবিকাঠি।


কোচকে ধন্যবাদ


সূর্য বলেন, 'ম্যাচের প্রস্তুতির সময় নিজেকে চাপের মুখে ফেলাটা ভীষণই জরুরি। অনুশীলনে যতটা চাপে নিজেকে ফেলব, ম্যাচে ততই ভাল খেলার সম্ভাবনা বাড়বে। এই সবকিছুর পিছনে আমার কঠোর পরিশ্রম রয়েছে। পিছনের দিকে বাউন্ডারিগুলি মাত্র ৫৯-৬০ মিটারের থাকে, তাই আমি সেই বাউন্ডারি পার করার চেষ্টা থাকি। কিছু কিছু সময় তো আগে থেকে কোন শট খেলব তা নির্ধারিতই থাকে। তবে অনেক সময় সেই শট খেলার মতো ঠিক জায়গায় বল না পেলে অন্য শট খেলতে প্রস্তুত থাকতে হয়। আমি সবসময় ফিল্ডারদের মাঝে ফাঁক খোঁজার চেষ্টা করি। দ্রাবিড়ও স্বাধীনভাবে আমায় নিজের খেলাটা খেলতে দেন।'


আরও পড়ুন: দেখে মনে হচ্ছিল যে সূর্যকুমারের বিরুদ্ধে খেলছে গোটা শ্রীলঙ্কা দল: হার্দিক