তিরুঅনন্তপুরম: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) নতুন রেকর্ড গড়লেন। টি-২০ ফরম্যাটে সর্বাধিক 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' খেতাব জেতার নিরিখে ভারতীয়দের মধ্যে প্রথম স্থানে উঠে এলেন তিনি। তবে হরমনরপ্রীত একা নন। মিতালি রাজের সঙ্গে যুগ্মভাবে এই স্থানে রয়েছেন তিনি। দুজনই এখনও পর্যন্ত ১২ বার এই কৃতিত্ব অর্জন করেছেন।
ভারতীয় মহিলা খেলোয়াড়দের মধ্যে এই তালিকায় শেফালি বর্মা (৮) এবং স্মৃতি মন্ধানা (৮) যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। হরমনপ্রীত কৌর শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা পঞ্চম টি-২০ ম্যাচে ৪৩ বলে ৬৮ রান করেন। তাঁর ইনিংসে ১টি ছক্কা এবং ৯টি চার ছিল। হরমনপ্রীত কৌর আমনজ্যোৎ কৌরের সঙ্গে ৬১ রানের পার্টনারশিপ গড়েন, যখন ভারতীয় দল ৭৭ রানে তাদের ৫ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকেই হরমনপ্রীত-আমনজ্যোতের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত।
অন্যদিকে, এই সিরিজের ৫টি ম্যাচে ৮০.৩৩ গড় নিয়ে সর্বাধিক ২৪১ রান করা শেফালি বর্মাকে 'প্লেয়ার অফ দ্য সিরিজ' হিসেবে নির্বাচিত করা হয়। এ নিয়ে তৃতীয়বার ২১ বছর বয়সী খেলোয়াড়কে এই খেতাব দিয়ে সম্মানিত করা হল। এর সঙ্গেই শেফালি সর্বাধিক 'প্লেয়ার অফ দ্য সিরিজ' খেতাব জেতার নিরিখে যুগ্মভাবে এক নম্বর ভারতীয় হয়ে উঠেছেন।
শেফালির পাশাপাশি মিতালি রাজ, হরমনপ্রীত কৌর এবং দীপ্তি শর্মা ৩ বার করে এই খেতাব জিতেছেন। ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। ভারতের তরফে অধিনায়ক হরমনপ্রীত কৌর সর্বাধিক ৬৮ রানের ইনিংস খেলেন, অন্যদিকে আমনজ্যোৎ কৌর ২১ রান এবং অরুন্ধতী রেড্ডি অপরাজিত ২৭ রান করেন।
এর জবাবে শ্রীলঙ্কা দল নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৬০ রান করতে সক্ষম হয়। তাদের হয়ে ওপেনার হাসিনি পেরেরা ৬৫ রান করেন, অন্যদিকে ইমেশা দুলানি ৫০ রানের ইনিংস খেলেন। এই ম্যাচ ১৫ রানে জিতে ভারত সিরিজে ৫-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে।