কলম্বো: শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার। যে ম্যাচে প্রথমবারের জন্য দেখা যাবে গুরু গম্ভীর ও ক্যাপ্টেন রোহিতের সমীকরণ। ভারতের জাতীয় দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কার মাটিতেই প্রথম পরীক্ষা গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। তাঁর প্রশিক্ষণে টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ভারত। শুক্রবার শুরু হল ওয়ান ডে সিরিজ। যে সিরিজে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। যিনি টি-২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছিলেন।              


শুক্রবারের ম্যাচে ভারতীয় ক্রিকেটারেরা সকলে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন। কারণ, তাঁরা স্মরণ করছেন প্রয়াত অংশুমান গায়কোয়াড়কে (Anshuman Gaikwad)। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গত বুধবার প্রয়াত হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গায়কোয়াড়। যিনি ভারতীয় দলকে কোচিংও করিয়েছেন। তাঁর স্মৃতিতে শুক্রবার কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন বিরাট কোহলি, রোহিত, মহম্মদ সিরাজ, কে এল রাহুলরা।                    


 






শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, আকিলা ধনঞ্জয়, আসিথা ফার্নান্দো ও মোহামেদ শিরাজ


ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ ও মহম্মদ সিরাজ                           


 






আরও পড়ুন: ইস্টবেঙ্গলের ৫ লক্ষ টাকা ফেরালেন সৌরভ, আইপিএলের মেগা নিলামের পক্ষে মহারাজ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।