ডমিনিকা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে একাদশেই রাখা হয়েছিল না। সেই নিয়ে কম সমলোচনা হয়নি। তবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট (IND vs WI 1st Test) ম্যাচে সুযোগ পেয়েই আর অশ্বিন (Ravichandran Ashwin) তাঁর দক্ষতা প্রমাণ করে দিলেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েই বিশেষ তালিকায় নাম লিখিয়ে ফেললেন।


এই নিয়ে অশ্বিন টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৩৩তম বার পাঁচ উইকেট নিলেন। টেস্টের ইতিহাসে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার বিষয়ে এটি পঞ্চম সর্বোচ্চ। ইংল্যান্ডের কিংবদন্তি বোলার জেমস অ্যান্ডারসনকে এই তালিকায় পিছনে ফেলে দিলেন অশ্বিন। অ্যান্ডারসনের দখলে ৩২ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। অবশ্য প্রথম পাঁচে কিন্তু অশ্বিন একমাত্র ভারতীয় নন। ভারতের সর্বকালের সর্বাধিক উইকেটশিকারী অনিল কুম্বলে তৃতীয় রয়েছেন এই তালিকায়। তাঁর দখলে ৩৫ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছেন মুথাইয়া মুরলীধরন। তিনি ৬৭ বার পাঁচ উইকেট নিয়েছেন। 


আইসিসির বিচারে বর্তমান বিশ্বের এক নম্বর টেস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬০ রান খরচ করে পাঁচ উইকেট নেন। তাঁর দুরন্ত বোলিং শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয়। সেই ধাক্কা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৫০ রানেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। একমাত্র অ্যাথানেজ়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিজের ঘরের মাঠে লড়াকু ৪৭ রানের ইনিংস খেলেন। তাঁর দৌলতেই কোনওক্রমে ১৫০ রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।


তেগনারায়ন চন্দ্রপল ছাড়াও অধিনায়ক তথা ওয়েস্ট ইন্ডিজের অপর ওপেনার ক্রেগ ব্রেথওয়েট, অ্যালিক অ্যাথাজ়নে, আলজারি জোসেফ এবং জরেল ওয়ারকানকে সাজঘরে ফিরিয়েছেন অশ্বিন। এরই মাঝে আন্তর্জাতিক কেরিয়ারে ৭০০ উইকেট নেওয়ার কীর্তি গড়ে ফেলেন তিনি। মাত্র তৃতীয় ভারতীয় বোলার হিসাবে এই গণ্ডি পার করলেন তিনি। ভারতের হয়ে অনিল কুম্বলে সর্বাধিক ৯৫৬টি উইকেট নিয়েছেন। হরভজন সিংহের দখলে রয়েছে ৭১১টি উইকেট নেওয়ার কৃতিত্ব। এরপরেই তৃতীয় বোলার হিসাবে অশ্বিন এই দুই কিংবদন্তিদের তালিকায় নাম লেখান।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে যান আপনি? সর্বক্ষণ শরীরে থাকে ঝিমানি ভাব? সমস্যা এড়াতে রোজ কী কী করতে পারেন