গায়ানা: আশা জাগিয়েও ম্যাচ জিততে পারল না ভারত (Indian Cricket Team)। ২০ ওভারে ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs WI 2nd T20) আকিল হোসেনের পরিপক্ক ১৬ রানের ইনিংসই ম্যাচে পার্থক্য গড়ে দিল। সাত বল বাকি থাকতেই দুই উইকেটে ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ়। পাঁচ ম্যাচের সিরিজে এই জয়ের ফলে ২-০ এগিয়ে গেল আয়োজক দেশ।


এদিন বল হাতে ভারত কিন্তু শুরুটা অনেকটা স্বপ্নের মতোই করে। ইনিংসের প্রথম বলেই ব্র্যান্ডন কিংকে সাজঘরে ফেরান অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তিন বল পর জনসন চার্লসকেও ফেরান তিনি। চতুর্থ ওভারে ওপেনার কাইল মায়ার্সও ১৫ রানে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন। সাফল্য পান অর্শদীপ সিংহ। ৩২ রানে তিন উইকেট হারিয়ে এক সময় কার্যত ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ়। সেখান থেকেই হাল ধরেন গত ম্যাচের দুই নায়ক নিকোলাস পুরান (Nicholas Pooran) ও রোভম্যান পাওয়েল।


চতুর্থ উইকেটে ৫৭ রান যোগ করেন দুইজনে। শুরু থেকে ব্যাটে নেমেই দুর্দান্ত ছন্দে পুরান। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ়। ম্যাচের দশম ওভারে এই পার্টনারশিপ ভাঙেন অধিনায়ক হার্দিকই। ২১ রানে পাওয়েলকে আউট করেন তিনি। এরপর শিমরন হেটমায়ার পুরানকে সঙ্গ দিতে মাঠে নামেন। পাওয়েল আউট হলে পুরান কিন্তু নিজের আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। মাত্র ২৯ বলেই অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়কে নিশ্চিত জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। তবে মুকেশ কুমার পুরানের ইনিংস থামান। ৬৭ রানে আউট হন তিনি।


এরপর ইনিংসের ১৬তম ওভারে খেলার মোড় সম্পূর্ণ ঘুরে যায়। ওভারের প্রথম বলে রোমারিও শেপার্ড শূন্য রানে রান আউট হন। এরপর ওই ওভারেই যুজবেন্দ্র চাহাল শূন্য রানে হোল্ডার ও ২২ রানে হেটমায়ারকে সাজঘরে ফেরত পাঠান। ওভারে মাত্র দুই রানের বিনিময়ে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ়। ভারত দুরন্তভাবে ম্যাচে ফিরে আসে। জয়ের আশা দেখতে শুরু করে। এই সময়ই আকিল হোসেনের পরিপক্ক ইনিংস ভারতের মুঠো থেকে জয় ছিনিয়ে নেয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কুলদীপের সঙ্গে একাদশে সুযোগ পাওয়ার লড়াই? কী বলছেন চাহাল?