গায়ানা: ফের একবার ব্যর্থ সিংহভাগ ভারতীয় ব্যাটার। তিলক ভার্মার (Tilak Varma) লড়াকু অর্ধশতরানে ভর করেই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে (IND vs WI 2nd T20) নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৫২ রান তুলল ভারত (Indian Cricket Team)। 


গায়ানায় এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ভারতীয় একাদশে বদল বলতে একটাই। চায়নাম্যান কুলদীপ যাদবের বদলে লেগ স্পিনার রবি বিষ্ণোইকে ভারতীয় একাদশে সুযোগ দেওয়া হয়। তবে বাধ্য হয়েই ভারতীয় একাদশে এই বদল ঘটানো হয় বলে জানান অধিনায়ক হার্দিক। কুলদীপের আপডেট দিয়ে হার্দিক বলেন, 'গতকাল নেটে কুলদীপ আহত হন। তেমন চিন্তার করার মতো কিছু নেই। চোট গুরুতর নয়। তবে আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। সেই কারণেই ওর বদলে রবি বিষ্ণোই দলে সুযোগ পেয়েছেন।'


ব্যাট হাতে ভারতের হয়ে শুরুটা ভালভাবে করতে ব্যর্থ হন ওপেনাররা। আলজারি জোসেফের বলে ছক্কা হাঁকানোর পর ফের একবার বড় শট মারতে গিয়ে ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে ব্যর্থ হন গিল। সাত রানে সাজঘরে ফেরেন তিনি। সূর্যকুমার যাদবও ১ রানের বেশি করতে পারেননি। ঈশান কিষাণ ও তিলক ভার্মা, দুই তরুণের ঘাড়ে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে। দুইজনে মিলে তৃতীয় উইকেটে ৪২ রান যোগ করেন। তবে দুরন্ত বলে ঈশানের উইকেট ভেঙে দেন রোমারিও শেপার্ড। ২৭ রানে আউট হন ঈশান।


সঞ্জু স্যামসন এই ম্যাচেও বড় রান করতে পারেননি। তিনি সাত রানে সাজঘরে ফেরেন। তিলক ও হার্দিক এরপরে ৩৮ রানের পার্টনারশিপে ভারতকে শতরানের গণ্ডি পার করান। ১৪.২ ওভারে ভারত ১০০ পার করে। ৩৯ বলে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম অর্ধশতরান পূরণ করেন তিলক। আকিল হোসেনের শর্ট পিচ বলে ছক্কা হাঁকাতে গিয়ে তিলক শেষমেশ ৫১ রানে সাজঘরে ফেরেন। ছন্দে দেখানো হার্দিক ১৮ বলে ২৪ রানে ফেরেন। অক্ষর করেন ১৪ রান। ইনিংসের শেষ ওভারে বিষ্ণোই ছক্কায় ভর করে ভারতীয় দল ১৫০ রানের গণ্ডি পার করেন। তিনি আট ও অর্শদীপ ছয় রানে অপরাজিত থাকেন।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপের পরেই অবসর নিচ্ছেন রোহিত? ভারতীয় অধিনায়কের মন্তব্যে মিলল পূর্বাভাস