পোর্ট অফ স্পেন: ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টেস্টের (IND vs WI 2nd Test) চতুর্থ দিন একাধিকবার ম্য়াচে বিঘ্ন ঘটিয়েছিলেন বরুণদেব। পঞ্চমদিনেও সেই ধারা অব্যাহত রইল। বৃষ্টির জন্য এক বলও খেলা সম্ভব হল না। ড্র হল দ্বিতীয় টেস্ট। ফলে ভারতেরও ওয়েস্ট ইন্ডিজ়কে হোয়াইটওয়াশ করার স্বপ্ন অধরাই রয়ে গেল। প্রথম টেস্ট জেতার সুবাদে ১-০ সিরিজ জিতে নেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল (Team India)। 


জয়ের স্বপ্ন অধরা


ম্যাচ জেতার জন্য ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের সামনে চতুর্থ ইনিংসে ৩৬৫ রানের বড় লক্ষ্য রাখে। বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনের শেষ সেশনে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেটও তুলে নেয়। দুই উইকেটই পান আর অশ্বিন। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে ২৮ ও অভিষেক ম্যাচ খেলা কার্ক ম্য়াকেঞ্জিকে শূন্য রানে ফেরান তিনি। দিনের শেষে তেজনারায়াণ চন্দ্রপাল ও জার্মেইন ব্ল্যাকউড ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে অপরাজিত ছিল। দুই ব্যাটারের সংগ্রহ ছিল যথাক্রমে ২৪ ও ২০। এই পরিস্থিতিতেই পঞ্চম দিন ম্যাচ জেতার আশায় ছিল ভারত। তবে সেগুড়ে বালি, থুড়ি বৃষ্টি। পঞ্চম দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে যাওয়ায় ভারতের ম্যাচ জেতার আশা অধরাই রয়ে গেল।


ভারতের বিশ্বরেকর্ড


চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতেই ওয়েস্ট ইন্ডিজ় অল আউট হয়ে যায়। তবে ভারতের জয়ের জন্য প্রধান অন্তরায় হয়ে দাঁড়ান বরুণদেব। বৃষ্টির জন্য একাধিকবার চতুর্থ দিনের খেলা ব্যাহত হয়। তবে জয়ের জন্য বদ্ধপরিকর টিম ইন্ডিয়া ব্যাটে নেমেই দ্রুত গতিতে রান করতে থাকে। এই দ্রুত রান করার সুবাদেই বিশ্বরেকর্ড গড়ে ফেলল টিম ইন্ডিয়া (Team India)। 






ভারতীয় দল ত্রিনিদাদে দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে দুই উইকেটের বিনিময়ে ৭.৫৪ রান প্রতি ওভারে ১৮১ রান করে। এটি টেস্টের ইতিহাসে এক ইনিংসে কোনও দলের দ্রুততম রান রেট। ভারতীয় দল অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙলেন। অজিরা ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৭.৫৩ রান প্রতি ওভার গড়ে ২৪১/২ রান তুলেছিল। রবিবাসরীয় সন্ধ্যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেই রেকর্ডই ভাঙল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ভারত ও অস্ট্রেলিয়া ছাড়া একমাত্র ইংল্যান্ডের দখলেই এক টেস্ট ইনিংসে প্রতি ওভার সাতের অধিক গড়ে রান তোলার কৃতিত্ব রয়েছে। 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: হিটম্যানের অনন্য নজির, টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা