নয়াদিল্লি: ভারত, বাংলাদেশের মহিলা দলের তৃতীয় ওয়ান ডে (INDW vs BANW 3rd ODI) ম্যাচে নিজের আচরণে বিতর্কের মুখে পড়েন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। ম্যাচে আউট হয়েই নিজের মেজাজ হারান হরমনপ্রীত। আম্পায়ারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও আনেন। এই ব্যবহারের ফলে হরমনপ্রীতের ম্যাচ থেকে প্রাপ্ত ৭৫ শতাংশ বেতন কাটা যাবে বলে খবর। যদিও আইসিসির তরফে সরকারিভাবে এখনও কিছুই জানানো হয়নি। এবার ভারতীয় বোর্ডকেও এই ঘটনার জন্য হরমনপ্রীতকে শাস্তি দেওয়ার দাবি জানালেন ভারতীয় প্রাক্তনী।
কী ঘটেছিল?
শনিবার (২২ জুলাই) তৃতীয় ওয়ান ডে ম্যাচে হরমনপ্রীত কৌরকে আম্পায়ার তনবীর আমেদ এলবিডব্লু আউট দেন। এরপরেই ক্ষুব্ধ হরমনপ্রীত নিজের ব্যাট দিয়ে উইকেটে আঘাত করেন। এরপরে আম্পায়ারের সঙ্গে বচসাতেও জড়ান ভারতীয় অধিনায়ক। এতেই না থেমে হরমনপ্রীত কৌর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও নিজের ক্ষোভ উগরে দেন। আম্পায়ারদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ আনেন তিনি।
ভারতীয় অধিনায়ক মাঠের মধ্যেই যেভাবে মেজাজ হারিয়েছেন, তাতে বিন্দুমাত্র খুশি নন বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা মদন লাল (Madan Lal)। তিনি ভারতীয় বোর্ডকে হরমনপ্রীতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় মদন লাল লেখেন, 'বাংলাদেশের মহিলা দলের সঙ্গে হরমনপ্রীত জঘন্য ব্যবহার করে। ও তো আর খেলার থেকে বড় নয়। ভারতীয় ক্রিকেটের নাম খারাপ করেছে ও। বিসিসিআইয়ের উচিত ওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া।'
গোটা বিষয়ে বাংলাদেশ অধিনায়কও নিজের ক্ষোভ চেপে রাখেননি। তিনি হরমনপ্রীতের আচরণের সমালোচনা করে বলেন, 'যেটা হয়েছে সেটা ওর সমস্যা। আমার আর তেনন কিছু বলার নেই। তবে ওর আচরণ আরেকটু ভাল হওয়া উচিত ছিল। ঠিক কী ঘটেছিল, সেটা আমি বলতে পারব না, তবে ওর সঙ্গে আমাদের দল একসঙ্গে দাঁড়াতে (ছবি তোলার জন্য) চায়নি। সেই কারণেই আমরা ভিতরে ফিরে যাই। ক্রিকেটটা সম্মান এবং নিয়মানুবর্তিতার খেলা।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল