আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স সকলের নজর কেড়ে নিয়েছিল। সেই অনবদ্য ফর্ম অব্যাহত রেখেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে (IND vs WI) প্রথম টেস্টে শুরুতেই নতুন বল হাতে আগুন ঝরান মহম্মদ সিরাজ। বল হাতে শুরুতেই তিন উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়কে ব্যাকফুটে ঠেলে দেন। ইনিংসে মোট চারটি উইকেট নেন ভারতের তারকা ফাস্ট বোলার।
অনেকেরই ধারণা লোয়ার ব়্যাঙ্কিংয়ের ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে হয়তো সাফল্য পেতে সিরাজকে খুব একটা কষ্ট করতে হয়নি। মহম্মদ সিরাজ কিন্তু স্পষ্ট জানিয়ে দেন ইংল্যান্ড হোক বা ওয়েস্ট ইন্ডিজ়, প্রতিটি উইকেট নিতেই তাঁকে কড়া কসরত করতে হয়েছে। তিনি প্রথম দিনের খেলা শেষে বলেন, 'আমি এখানেও চারটি উইকেটের প্রতিটি কড়া কসরত করে নিয়েছি। প্রতিটি উইকেট নিতেই কষ্ট করতে হয়। ইংল্যান্ডে আমি কঠোর পরিশ্রম করে ইংল্যান্ড উইকেট নিয়েছিলাম এবং এখানেও প্রতিটি উইকেট নিতে কষ্ট করতে হয়েছে। কেউ তো আর এমনি এমনি আমায় উইকেট দিয়ে দেয়নি। আমি কিন্তু পঞ্চম উইকেটটা পাইনি। বাকি সবকয়টা উইকেটই কষ্ট করে নিয়েছি।'
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ়। তবে অধিনায়কের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটাররা। শুরুতেই নতুন বলের বিরুদ্ধে মহম্মদ সিরাজের বলে একের পর এক উইকেট হারায় ক্য়ারিবিয়ান দল। ৫০ রানের আগেই পড়ে চার উইকেট। দুই অভিজ্ঞ ব্যাটার শাই হোপ ও রস্টন চেজ় ইনিংস সামলানোর চেষ্টা করলেও, দুইজনে যথাক্রমে ২৪ ও ২৬ রানে সাজঘরে ফেরেন।
প্রথম সেশনে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ়। জাস্টিন গ্রিভস ও খ্যারি পিয়েরকে সঙ্গে নিয়ে লড়াই চালাচ্ছিলেন। তবে শুরুটা যেখানে সিরাজ করেছিলেন, সেখানে শেষটা করেন যশপ্রীত বুমরা। ঠিকানা লেখা ইয়র্কারে লোয়ার অর্ডারের দুই উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ় ইনিংস মাত্র ১৬২ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল দিনের শেষে দুই উইকেটের বিনিময়ে ১২১ রান তুলে ফেলেছে। মাত্র ৪১ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ক্রিজে শুভমন গিলের সঙ্গে উপস্থিত রয়েছেন অর্ধশতরানকারী কেএল রাহুল।