ডমিনিকা: আজ থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ (IND vs WI 1st Test) শুরু হবে। সেই সিরিজ শুরুর আগে দুই দলই এই কয়দিন জোরকদমে প্রস্তুতি সেরেছে। ২০১১ সালের পর ফের একবার ডমিনিকায় এই দুই দল টেস্ট ম্যাচে মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে ডমিনিকার মন্ত্রীর সঙ্গে দেখা করলেন দুই দলের দুই অধিনায়ক রোহিত শর্মা ও ক্রেগ ব্রাথওয়েট (Kraigg Brathwaite )।


ম্যাচের আগে ডমিনিকার ক্রীড়ামন্ত্রী গ্রেটা রবার্টসের সঙ্গে দেখা করে বেশ খানিকটা সময় কাটান দুই দলের অধিনায়ক। রবার্টসের সঙ্গে এক ফ্রেমে ধরাও দেন দুই অধিনায়ক। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সোশ্যাল মিডিয়ায় সেই সাক্ষাৎকারের ছবি পোস্ট করে লেখা হয়, 'ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট সংস্কৃতি, যুবকল্যাণ, ক্রীড়া ও গোষ্ঠী উন্নয়ন মন্ত্রী, মাননীয়া গ্রেটা রবার্টসের সঙ্গে ডমিনিকায় কিছুটা সময় কাটান।'


 






 


দুই অধিনায়কই নিজেদের দেশের বোর্ডের লোগো দেওয়া টি-শার্ট পরে ছিলেন। রোহিত কালো রঙের টি-শার্ট ও ব্রাথওয়েট সাদা রঙের টি-শার্ট পরে ছিলেন। প্রসঙ্গত, প্রথম টেস্টে ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটাতে চলেছেন তরুণ যশস্বী জয়সওয়াল। ভারতের ওপেনিং জুটি কী হতে চলেছে, তা ম্যাচের আগেরদিনই জানিয়ে দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় শিবির থেকে আভাস পাওয়া যাচ্ছিলই যে, রোহিত, শুভমন ও যশস্বীকেই প্রথম তিনে দেখা যেতে পারে। তবে প্রথম টেস্টের আগে জল্পনার অবসান ঘটালেন রোহিতই। জানিয়ে দিলেন, তাঁর সঙ্গে ওপেন করবেন যশস্বী। তিনে খেলবেন শুভমন।


রোহিত সাংবাদিক সম্মেলনে বলেন, 'গিল তিন নম্বরে ব্যাট করবে, কারণ ও নিজেই তিনে ব্যাট করতে চায়। ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে এই নিয়ে আলোচনা করে জানায় যে ও বেশিরভাগ ক্রিকেটটাই তিন ও চার নম্বরে খেলেছে। সেই কারণে ওই নম্বরে ব্যাট করতে পারলেই দলের হয়ে আরও ভাল পারফর্ম করতে পারবে বলে ওর ধারণা। আমাদের জন্যও তো এটা বেশ ভাল খবর। কারণ সেক্ষেত্রে বাঁ-হাতি, ডান হাতি যুগলবন্দিও হচ্ছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?