ডমিনিকা: ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে ইতিমধ্যেই ডমিনিকায় পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেখানেই আয়োজিত হবে প্রথম টেস্ট। ডমিনিকায় পৌঁছেই স্মৃতিচারণায় ডুবলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)।
বিরাট কোহলি ডমিনিকার গ্যালারিতে দাঁড়িয়ে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে এক ছবি তুলে ১২ বছর আগে স্মৃতিচারণ করেন। ২০১১ সালে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ এই ডমিনিকাতেই একটি টেস্ট ম্যাচ খেলেছিল। সেই ভারতীয় দলের অঙ্গ ছিলেন রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি উভয়েই। ওটাই ডমিনিকায় আয়োজিত প্রথম টেস্ট ম্যাচ। ঘটনাক্রমে, ওই সিরিজ দিয়েই লাল বলের ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন কোহলি। সেই সিরিজেরই স্মৃতিচারণায় কোহলি। অবশ্য দুই জনের ভূমিকা বদলে গিয়েছে। তৎকালীন তরুণ কোহলি আজ ভারতের অভিজ্ঞতম খেলোয়াড়দের একজন। আর সেইসময়ের সিনিয়র ক্রিকেটার দ্রাবিড় আজ ভারতীয় দলের কোচ। সেই কথাও মনে করিয়ে দিতে ভোলেননি কোহলি।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমরা দুইজনই ২০১১ সালে ডমিনিকায় আমাদের খেলা শেষ টেস্টের অংশ ছিলাম। তখন ভাবিওনি যে ভাগ্য আবার আমাদের একসঙ্গে এখানে ফিরিয়ে আনবে, যদিও ভিন্ন ভূমিকায়। অভিভূত।'
২০১১ সালে টেস্ট সিরিজের শেষ ম্যাচে ডমিনিকায় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে এক ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বিরাট ৩০ রান করেছিলেন। অপরদিকে, দ্রাবিড় দুই ইনিংসে যথাক্রমে পাঁচ ও ৩৪ রান করেছিলেন। ওই ম্যাচটি ড্রয়ে শেষ হয়। জয়ের জন্য সাত উইকেটে ভারতীয় দলের ৮৬ রানের প্রয়োজন ছিল, এমন পরিস্থিতিতে তৎকালীন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও ড্যারেন স্যামি হাত মিলিয়ে ম্যাচ ড্র করার সিদ্ধান্ত নেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: আর্থিক টানাপোড়েন ? আজই বাড়িতে নিয়ে আসুন এই ছোট্ট জিনিস; দ্রুত হতে পারেন ধনী !