হারারে: টি-২০ ক্রিকেটে বিশ্বকাপ (T20 World Cup) জেতার পর দেশে ফিরে বর্ণাঢ্য উৎসবে যোগ দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই উৎসবের রেশ এখনও মেলায়নি। ৪৮ ঘণ্টাও কাটেনি। তার মাঝেই বিপর্যয় ভারতীয় ক্রিকেটে।


হারারে স্পোর্টস ক্লাবে জ়িম্বাবোয়ের (IND vs ZIM) বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে গেল ভারত। সেই জ়িম্বাবোয়ে, যারা টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি।


শনিবার হারারেতে জ়িম্বাবোয়েকে ১১৫/৯ স্কোরে আটকে রাখার পর ভারত অল আউট হয়ে গেল ১০২ রানে। ১৩ রানে হারের পর বিমর্ষ ভারত অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। তিনি ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে বলেন, 'আমরা খুব ভাল বল করেছি। তবে মাঠে নিজেরাই নিজেদের ভরাডুবি ঘটিয়েছি। নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারিনি। প্রত্যেককেই বেশ নড়বড়ে দেখিয়েছে। আমরা কথা বলে ঠিক করেছিলাম সময় নেব আর ব্যাটিং উপভোগ করব। তবে সেভাবে কিছুই হল না।'                


 






কোথায় পিছিয়ে পড়ল ভারত? বিপর্যয়ের কারণ কী? পরাজয়ের পরই ময়নাতদন্ত শুরু করে দিয়েছেন শুভমন। রোহিত শর্মা টি-২০ বিশ্বকাপ জেতার পরই জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক পর্বে আর এই ফর্ম্যাটে খেলবেন না। বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজার মতো রোহিতও আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন। রোহিতের পরিবর্তে এই সিরিজে ভারতের অধিনায়ক শুভমন। তাঁর কথায়, 'ইনিংসের মাঝপথেই আমরা ৫ উইকেট হারিয়ে বসেছিলাম। আমি শেষ পর্যন্ত থাকতে পারলে দলের পক্ষে ভাল হতো। যেভাবে আমি আউট হয়েছি, খুবই হতাশাজনক। তারপর গোটা ম্যাচটাই যেভাবে এগোল, হতাশ। তবে ১১৫ রান তাড়া করতে নেমে যদি দেখা যায় আমাদের দশ নম্বর ব্যাটার ক্রিজে রয়েছে, তাহলে বুঝে নিতে হবে, কিছু গোলমাল তো রয়েছেই।'                        


আরও পড়ুন: কোপা আমেরিকার সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে গেল





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।