মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ পিছিয়ে গেল ভারতীয় মহিলা দল (Ind W vs Aus W)। কাজে দিল না শেফালি ভার্মার (Shafali Verma) অর্ধশতরান। এলিস পেরির (Ellyse Perry) ব্যাটে ভর ভারতের বিরুদ্ধে ২১ রানে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিলেন অজিরা।


পেরির অর্ধশতরান


এদিন বল হাতে ম্যাচের শুরুটা দারুণভাবে করেন ভারতীয় বোলাররা। রেণুকা সিংহ ও অঞ্জলি সার্বানি শুরুতেই অ্যালিসা হিলি ও থালিয়া ম্যাকগ্রা উভয়েই এক রানে আউট করেন। পাঁচ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে এরপরেই বেথ মুনি ও এলিস পেরি ইনিংসের হাল ধরেন। দুইজনে মিলে তৃতীয় উইকেটে ৬৪ রান যোগ করেন। মুনি ৩০ রানে আউট হয়ে গেলেও, পেরি নিজের ইনিংস চালিয়ে যেন। তিনি শেষমেশ ৭৫ রানে আউট হন। গ্রেস হ্যারিস ১৮ বলে ৪১ রানের একটি আক্রমণাত্মক ইনিংস খেলেন। 


হরমপ্রীত-শেফালির লড়াই


শেষমেশ নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৭২ রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে রেণুকা, অঞ্জলি, দীপ্তি শর্মা ও দেবীকা বৈদ্য, সকলেই দুইটি করে উইকেট নেন। জবাবে ভারতীয় দলও শুরুটা খুব একটা আহামরি করেনি। স্মৃতি মান্ধানা (১) ও জেমাইমা রডরিগেজ (১৬) অল্প রানেই সাজঘরে ফেরেন। ৩৩ রানে দুই উইকেট হারিয়ে ফেলে ভারত। তৃতীয় উইকেটে শেফালি ও ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর ৭৩ রান যোগ করেন। অর্ধশতরান করেন শেফালি। তিনি ৫২ রানে আউট হওয়ার পর ভারতীয় মিডল অর্ডার ধস নামে। ১৭ রানে মোট চার উইকেট হারায় ভারত। হরমনপ্রীতও ৩৭ রানে আউট হন।


তবে দীপ্তি শর্মা ও রাধা যাদব ভারতকে ম্যাচে টিকিয়ে রাখেন। ১৯তম ওভারে আসে ১৭ রান। শেষ ওভারে টিম ইন্ডিয়ার জয়ের জন্য ২৭ রানের প্রয়োজন ছিল। তবে মেগান শ্যুটের ওভারে ভারতীয় দল পাঁচ রানের বেশি তুলতে পারেনি। সাত উইকেটের বিনিময়ে ১৫১ রানেই থেমে যায় ভারতের ইনিংস। ২১ রানে জয় পায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ডার্সি ব্রাউন ও অ্যাশলে গার্ডনার দুইটি করে উইকেট নেন। প্রসঙ্গত, এই ম্যাচেই হরমনপ্রীত কৌর মহিলা ক্রিকেটার হিসাবে সর্বাধিক ১৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেললেন।


আরও পড়ুন: দায়িত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন, কে হলেন নতুন কিউয়ি অধিনায়ক?