অকল্য়ান্ড: সামনেই বাবরদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে আসবে নিউজিল্যান্ড দল (New Zealand Cricket Team)। সেই সিরিজের আগেই কিউয়ি দলের অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। তাঁর অধীনেই ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিল নিউজিল্যান্ড। তবে সাম্প্রতিককালে কেন ব্যাট হাতে তেমন রান পাচ্ছিলেন না। এবার নিজের চাপ কিছুটা কমানোর জন্যই লাল বলের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়লেন কেন।


সফলতম অধিনায়ক


অধিনায়কত্ব ছাড়ার পর কেন বলেন, 'ব্ল্যাক ক্যাপসকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়াটা আমার কাছে বিশাল গর্বের ছিল। আমার কাছে টেস্ট ক্রিকেটই সর্বসেরা এবং এই ফর্ম্যাটে দেশকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জটা আমি দারুণ উপভোগ করেছি। মাঠ ও মাঠের বাইরে, উভয় স্থানেই অধিনায়ক হওয়ায় সবসময় একটা বাড়তি বোঝা থাকে। কেরিয়ারের এই সময়ে আমার মনে হয়েছে যে এই সিদ্ধান্তটাই (অধিনায়কত্ব ছাড়া) সঠিক।'


 






কেন পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডের সফলতম টেস্ট অধিনায়ক। তিনি কিউয়ি অধিনায়ক হিসাবে ৪০টি ম্যাচের মধ্যে ২২টি ম্যাচ জিতেছেন। তবে এবার কিউয়ি টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন টিম সাউদি (Tim Southee)। টম ল্যাথাম কিউয়ি দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন। কেন উইলিয়ামসন টেস্ট দলে কেবল ব্যাটার হিসাবে খেললেও, সীমিত ওভারের ক্রিকেটে কিন্তু তিনিই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন।


সীমিত ওভারের নেতা


'নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর আমাদের সকলেরই মনে হয়েছে যে যেহেতু আগামী দুই বছরে দুই বিশ্বকাপ আসছে, তাই সীমিত ওভারের ফর্ম্যাটে আমার অধিনায়ক হিসাবে আপাতত বহাল থাকাই উচিত।' বলেন কেন। দলের নতুন অধিনায়ক টিম সাউদি নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, 'শেষ কয়েকটাদিন আমার কাছে স্বপ্নের মতোই বলে মনে হচ্ছে এবং নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হওয়াটা আমার জন্য দারুণ সৌভাগ্যের। টেস্ট ক্রিকেটটাই আসল চ্যালেঞ্জ এবং দলের অধিনায়কত্ব করা জন্য আমি মুখিয়ে আছি।'


আরও পড়ুন: বাপ কা বেটা! রঞ্জিতে অভিষেক ম্যাচেই শতরান, সচিনকে ছুঁলেন অর্জুন