মেলবোর্ন: বছরশেষেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে সফর করবে ভারতীয় ক্রিকেট দল। ২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy)। সেই সিরিজ়ের আগেই অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে দুইটি লাল বলের ম্যাচ খেলবে ভারত এ দল (IND A vs AUS A)। 


ম্যাকে এবং মেলবোর্নে ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ-র লাল বলের ম্যাচ দুইটি আয়োজিত হবে। দুইটি ম্যাচই চার দিনের হবে। ৩১ অক্টোবর থেকে ম্যাকেতে এবং ৭ নভেম্বর থেকে মেলবোর্নে ম্যাচ দুইটি খেলা হবে। ২০২০ সালের পর এই প্রথম আইকনিক এমসিজিতে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া এ। শেষবার এমিসিজিতে ইংল্যান্ডের কাছে দিনরাতের ম্যাচে পরাজিত হয়েছিল তাঁরা। ভারতীয় এ দলের অস্ট্রেলিয়ার সফর কিন্তু এখানেই শেষ নয়। এই দুই ম্যাচ শেষে ভারতীয় দল ১৫ থেকে ১৭ নভেম্বর ভারত এ-র বিরুদ্ধে পার্থে একটি ম্যাচ খেলবে। এই ম্যাচ খেলেই ভারতীয় সিনিয়র দল মেগা সিরিজ়ের আগে নিজেদের প্রস্তুতি সারবে। 


৩০ বছর পর এই প্রথমবার বর্ডার-গাওস্কর ট্রফিতকে পাঁচটি টেস্ট ম্যাচ খেলা হবে। ২২ নভেম্বর থেকে সিরিজ় পার্থে শুরু হয়ে সিডনিতে শেষ হবে। ৩ জানুয়ারি থেকে শেষ টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। এই সিরিজ়ে প্য়াট কামিন্সের নেতৃত্বে বদ্ধপরিকর হয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়ান দল। ২০১৭ সালের পর থেকে বর্ডার-গাওস্কর ট্রফি জেতেনি অজ়িরা। ঘরের মাঠে শেষ দুইবারসহ মোট চারটি সিরিজ়ে নাগাড়ে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। কামিন্সের নেতৃত্বে সেই লক্ষ্যে টিম ইন্ডিয়া সফল হয় কি না, সেটাই দেখার বিষয়।


তবে সেই বর্ডার-গাওস্কর সিরিজ়ে যে রাহুল দ্রাবিড় টিম ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকবেন না, তা কার্যত নিশ্চিত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই দ্রাবিড়ের চুক্তি শেষ হচ্ছে। তিনি আর টিম ইন্ডিয়ার কোচ থাকতে আগ্রহী নন বলেই খবর। তবে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি, নরেন্দ্র মোদিরা কিন্তু এই চাকরি করতে আগ্রহী। শুনে অবাক লাগল? ঘটনাটা ঠিক কী?


টিম ইন্ডিয়ার হেড কোচের পদে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৭ মে। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের কোচ হওয়ার জন্য তিন হাজারেরও অধিক আবেদনপত্র জমা পড়েছে। এদের মধ্যে মোদি, সচিন, ধোনিদের নামও রয়েছে। অবাক লাগলেও, রিপোর্ট অন্তত এমনটাই বলছে। ১৩ মে থেকে গুগল ফর্মের আকারে বিসিসিআই আবেদনপত্র জমা দেওয়ার ডাক দেয়। তারপর থেকে ভুয়ো নামে ঝুড়ি ঝুড়ি আবদেনপত্র জমা পড়েছে ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার দফতরে। সচিন, ধোনিরা নিজেরা নন, বরং তাঁদের মতো আরও একাধিক বিখ্যাত ব্যক্তিদের নাম নিয়ে ভুয়ো আবেদনপত্র জমা পড়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দুই বছর পরেই তো আবার বিশ্বকাপ.. জাতীয় দলে ব্রাত্য রিঙ্কুকে আশ্বস্ত করতে আর কী বলেন রোহিত?