মুম্বই: সব জল্পনার অবসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক রোহিত শর্মাই (Rohit Sharma)। তাঁর ডেপুটি হিসেবে সুযোগ পেলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। প্রধান দলে নেই রিঙ্কু সিংহ। স্কোয়াডে সুযোগই পেলেন না ময়ঙ্ক যাদব।
আইসিসি ১ মের মধ্যেই বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছিল। ভারতীয় দলের ঘোষণা কবে হবে, সেই নিয়ে জল্পনা কল্পনা চলছিলই। একাধিক দিনক্ষণ শোনা যাচ্ছিল। সেইসব জল্পনার অবসান ঘটল আজ। বিশ্বকাপের জন্য ১৫ জনের প্রাথমিক দল ও চার জন স্ট্যান্ড বাইয়ের নাম ঘোষণা করে দিল অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী। সেই দলে রোহিত, হার্দিকরা রয়েছেনই। বিরাট কোহলির সুযোগ পাওয়া নিয়ে প্রবল জল্পনা, কল্পনা থাকলেও, চলতি আইপিএলের এখনও পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক দলে রয়েছেন।
দলে খুব বড় চমক তেমন নেই বললেই চলে। শোনা যাচ্ছিল ঋষভ পন্থের পারফরম্যান্সে ভারতীয় নির্বাচকরা খুশি এবং তিনি বিশ্বকাপের মাধ্যমেই ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। পন্থ কিন্তু সেইমতো সুযোগ পেয়েছেন। দলে পন্থের পাশাপাশি দ্বিতীয় কিপার-ব্যাটার হিসাবে অবশ্য কেএল রাহুল নয়, সুযোগ পেলেন সঞ্জু স্যামসন।
শুধু পন্থ নয়, এই বিশ্বকাপের মাধ্যমে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন আরও এক তারকা ক্রিকেটার, তিনি যুজবেন্দ্র চাহাল। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি। কিন্তু চলতি আইপিএলে নয় ম্যাচে ১৩টি উইকেট নিয়ে টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তিনি। সেই পারফরম্যান্সে ভর করেই বিশ্বকাপ দলে সুযোগ পেলেন তারকা লেগ স্পিনার। আইপিএলের পারফরম্যান্সে ভর করে আরও তারকা ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। তিনি শিবম দুবে।
সিএসকের হয়ে চলতি মরশুমে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং সকলের নজর কেড়েছে। দুবে নয় ম্যাচে ১৭২.৪১ স্ট্রাইক রেটে ৩৫০ রান করে ফেলেছেন এই আইপিএলে। তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। তবে ময়ঙ্ক যাদব নিজের আগুনে গতিতে সকলকে প্রভাবিত করলেও, তিনি বিশ্বকাপে সুযোগ পাননি। রিঙ্কু সিংহ, শুভমন গিলরাও কেবল স্ট্যান্ডবাইতেই রয়েছেন। এই স্কোয়াডে নজরকাড়া বিষয় হল ভারতীয় নির্বাচকরা স্পিন বোলারদের খানিক প্রাধান্য দিয়েছে। চার চারজন বিশেষজ্ঞ স্পিনার দলে সুযোগ পেয়েছেন।
'স্পিন ইট, টু উইন ইট' মন্ত্রে ভারতীয় দল কি বিশ্বকাপে সাফল্য পাবে? আইসিসি খেতাবের খরা কাটবে টিম ইন্ডিয়ার? ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সৌরভকে জড়িয়ে ধরলেন শাহরুখ, দাদার মুখে কেকেআরের প্রশংসা