রাজকোট: ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বীর দুরন্ত ডাবল সেঞ্চুরি ও রবীন্দ্র জাডেজার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে দুরন্ত জয় পেল ভারত। রাজকোটে আয়োজিত তৃতীয় টেস্টে (IND vs ENG 3rd Test) স্টোকসবাহিনীকে ৪৩৪ রানের ব্যবধানে দুরমুশ করল রোহিতের ভারত। রানের বিচারে এটিই টিম ইন্ডিয়ার সর্বকালের সবচেয়ে বড় জয়। তবে এই জয় কিন্তু ভারতীয় দলকে (Indian Cricket Team) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় (WTC 2025 Points Table) শীর্ষে তুলতে পারল না।


সদ্যই দক্ষিণ আফ্রিকাকে ২-০ সিরিজ় হারিয়েছে নিউজ়িল্যান্ড। এই জয়ের সুবাদে চার ম্যাচে কিউয়িদের দখলে ৩৬ পয়েন্ট রয়েছে। প্রতি ম্যাচে পয়েন্ট বিচারে কিউয়িদের ৭৫ শতাংশ সর্বাধিক। যার সুবাদেই টিম সাউদির দল আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫ সাইকেলে শীর্ষে রয়েছে। কিউয়িরা শীর্ষস্থান দখল করায় ভারতীয় দল তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। তারা রবিবার ম্যাচ জিতে শীর্ষে পৌঁছতে না পারলেও, অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এল। সাত ম্যাচে ভারতের দখলে ৫০ পয়েন্ট রয়েছে। প্রতি ম্যাচে পয়েন্টের বিচারে ভারত ৫৯.৫২ শতাংশ পয়েন্ট জিতেছে।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আপাতত ম্যাচ পিছু ৫৫ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। অপরদিকে, সিরিজ়ে নাগাড়ে দ্বিতীয় ম্য়াচ হেরে ইংল্য়ান্ড তালিকায় আট নম্বরে নেমে গিয়েছে। বেন স্টোকসদের দখলে আপাতত ম্য়াচ পিছু মাত্র ২১.৮৮ শতাংশ পয়েন্ট রয়েছে। এবার প্রশ্ন হল ভারতীয় দল যদি রাঁচি এবং ধর্মশালায় পরের দুই টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ় ৪-১ জেতে তাহলে কি ভারত এই তালিকার শীর্ষে উঠে আসতে পারবে?


উত্তর হল না। পারবে না। ভারত পরের দুই ম্য়াচ জিতলেও ভারতের ম্যাচ পিছু পয়েন্টের দাঁড়াবে শতকরা ৬৮.৫১, যা আপাতত নিউজ়িল্যান্ডকে শীর্ষস্থানচ্য়ুত করার জন্য যথেষ্ট নয়। কিউয়িরা এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে। সেই সিরিজ় জিততে পারলে শীর্ষে তাদের দখল আরও মজবুত হবে। আর হারলে গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এগিয়ে আসবে। তাই আপাতত ভারতকে শীর্ষস্থানে ওঠার জন্য অপেক্ষাই করতে হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: রাজকোটে যশস্বীর যশে ছারখার ইংল্যান্ড, ভাঙল বিশ্বরেকর্ডও