বেঙ্গালুরু: বল হাতে অনবদ্য পারফরম্যান্স তরুণ বাঁ-হাতি স্পিনার মানব সুতারের (Manav Suthar)। তাঁর স্পিন ফাঁদেই কুপোকাত ইন্ডিয়া 'ডি'। চ্যালেঞ্জিং পিচে চতুর্থ ইনিংসে ২৩৩ রান তাড়া করতে নেমে চার উইকেটে জয় পেল ইন্ডিয়া 'সি' (India C vs India D)। বাংলার অভিষেক পোড়েলও চতুর্থ ইনিংসে ছোট কিন্তু বেশ নজরকাড়া একটি ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন। অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন বাংলার কিপার-ব্যাটার। দুই ইনিংস মিলিয়ে মোট আট উইকেট নিয়ে অনন্তপুরে ম্যাচ সেরা হলেন গুজরাত টাইটান্সের স্পিনার মানব সুতারই।
ব্যাট হাতে ম্যাচের তৃতীয় দিনের শুরুটা করেন অক্ষর পটেল ও হর্ষিত রানা। প্রথম ইনিংসে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন অক্ষর। দ্বিতীয় ইনিংসেও বেশ ভাল ছন্দেই ছিলেন অক্ষর। তাঁর সঙ্গী হর্ষিতও ব্যাট হাতে বেশ দক্ষ। তাই ইন্ডিয়া 'ডি' আশায় ছিল এই দুই তারকা দলের রানটা আরেকটু এগিয়ে নিয়ে যাবেন। অক্ষর ও হর্ষিত শুরুটাও মন্দ করেননি। দুইজনে নবম উইকেটে ৩৩ রান যোগ করেন। তবে পাঁচ উইকেট নেওয়া সুতার ইনিংসের শেষ দুই উইকেটও নিয়ে ২৩৬ রানেই ইন্ডিয়া 'ডি'-কে অলআউট করে দেন।
রুতুরাজের নেতৃত্বাধীন ইন্ডিয়া 'সি'-র হয়ে জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্য দাঁড়ায় ২৩৩ রান। তবে তৃতীয় দিনের পিচে কিন্তু এই রান করাটা একেবারেই সহজ ছিল না। তবে রুতুরাজ ও সাই সুদর্শন ওপেন করতে নেমে দলের হয়ে শুরুটা খুবই ভাল করেন। দুইজনে মিলে ৬৪ রান যোগ করেন। অর্ধশতরানের দোরগোড়ায় ৪৮ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন রুতুরাজ। তৃতীয় উইকেটে অরুণ জুয়াল ও রজত পাতিদার ৮৮ রানের পার্টনারশিপ গড়ে দলকে আরও খানিকটা জয়ের কাছাকাছি নিয়ে যান। তবে দুইজনে ৪০-র কোটায় সাজঘরে ফেরেন। ২৬ রানের বিনিময়ে চার উইকেট হারিয়ে এক সময় বেশ চাপে পড়ে গিয়েছিল ইন্ডিয়া 'সি'। তবে অভিষেকের ৩৫ ও মানব সুতারের ১৯ রান দলের জয় সুনিশ্চিত করে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হিন্দু মহাসভার তরফে বিক্ষোভের ডাক! বদলে যেতে পারে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের ভেন্যু?