নাগপুর: আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) বর্ডার-গাওস্কর ট্রফি। ভারতের স্পিনিং ট্র্যাকে ভাল পারফর্ম করার জন্য এবার বিশেষ প্রস্তুতি নিয়ে ভারত সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দলের অন্যতম তারকা ব্যাটার উসমান খোয়াজা আত্মবিশ্বাসী যে অজিরা এবার ভাল পারফর্ম করবে সিরিজে। এমনকী ভারতীয় দলের স্পিন আক্রমণের প্রধান মুখ অশ্বিনকে সামলানোর জন্যও প্রস্তুত খোয়াজা।
কী বলছেন খোয়াজা?
অস্ট্রেলিয়ার তারকা ওপেনার বলছেন, ''অশ্বিন নিঃসন্দেহে বড় মাপের বোলার। ওঁর বোলিংয়ে একাধিক বৈচিত্র্য রয়েছে। পিচের চরিত্র বুঝে আক্রমণে অনেক বদল আনতে পারে অশ্বিন। কিন্তু ওঁকে খেলার জন্য নিজেদের তৈরিও করেছি আমরা।'' অশ্বিনকে খেলার জন্য ২১ বছরের মহেশ পিথিয়া নামে এক তরুণ স্পিনারকে নিয়ে নিজেদের প্রস্তুতি সারছে অস্ট্রেলিয়া দল। অশ্বিন ছাড়াও ভারতের রয়েছে জাডেজা, অক্ষর, সুন্দরের মত বিশ্বমানের স্পিনার।
খোয়াজা আরও বলছেন, ''আমাদের জন্য অবশ্যই একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে ভারতের স্পিনারদের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে খেলা। এখানেই উইকেটে যে কোনও সময় থেকে বল ঘুরতে শুরু করে। তাই এটা পুরোটাই আমাদের ওপর যে কীভাবে আমরা বোলারদের আক্রমণের সামনে রুখে দাঁড়াব।''
সূর্যর টেস্ট অভিষেক
চোটের কারণেই শ্রেয়সের প্রথম টেস্ট ম্য়াচ খেলা নিয়ে সংশয় রয়েছে। সেই কারণেই ভারতীয় মিডল অর্ডারে একজন ব্যাটারের প্রয়োজন। অনেক বিশেষজ্ঞই সূর্যকুমার যাদবকে (SuryakumarYadav) একাদশে সুযোগ দেওয়ার দাবি করেছেন। গত জানুয়ারিতেই প্রথমবার ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন সূর্য। এবার সূর্যর হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। রবিবারই সাংবাদিকদের সামনে কোনও রাখঢাক না করে সৌরভ স্পষ্ট জানিয়ে দেন অজিদের বিরুদ্ধে সূর্যকে সুযোগ দেওয়া উচিত।
ইঙ্গিতপূর্ণ পোস্ট
সৌরভের মতে সূর্য বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন এবং একজন খেলোয়াড়ের ফর্মের সবসময় সুযোগ নেওয়া উচিত। ভারতেই হচ্ছে আসন্ন বর্ডার-গাওস্কর টেস্ট সিরিজ এবং সেই সিরিজে ফর্মে থাকা সূর্যকুমারকেই তাই দলে দেখতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, সম্প্রতি সূর্যকুমার যাদবের এক সোশ্যাল মিডিয়া পোস্টেও তাঁর টেস্ট অভিষেক ঘটানোর জল্পনা বাড়ে। গত জানুয়ারিতে প্রথমবার ভারতীয় টেস্ট দলে ডাক পান সূর্য। নাগপুরে ভারতীয় অনুশীলনেও দেখা গিয়েছে সূর্যকুমারকে। এবার সম্ভবত জাতীয় টেস্ট দলের হয়ে তাঁর অভিষেকও ঘটতে চলেছে। সূর্যর পোস্ট দেখে অন্তত তেমন আভাসই পাওয়া যাচ্ছে।