নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে আনঅফিশিয়াল টেস্টে ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন ঋষভ পন্থ। ৮১ বলে এই ইনিংস খেলেছিলেন তারকা উইকেট কিপার ব্যাটার। বেঙ্গালুরুতে এই ইনিংস খেলেছিলেন পন্থ। 

Continues below advertisement

দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে চারদিনের আনঅফিশিয়াল টেস্টে রান তাড়া করতে নেমেছিল ভারতীয় এ দল। ২৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল ভারতীয় এ দল। পন্থ ৮১ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন। নিজের ইনিংসে আটটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকিয়েছেন তারকা উইকেট কিপার ব্যাটার। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১১৯ রান তুলেছে ভারতীয় এ দল। আয়ুশ বাদোনি অপরাজিত রয়েছেন।

২৭৫ রান তাড়া করতে নেমে ভারতীয় এ দল একটা সময়ে ৩২ রানের বিনিময়ে ৩ উইকেট হারিয়েছে ইতিমধ্য়েই। আয়ুশ মাথরে, সাই সুদর্শন ও দেবদত্ত পড়িক্কল ফিরে গিয়েছিলেন। 

Continues below advertisement

হোবার্টেও বৃষ্টির আশঙ্কা?

ওয়ান ডে সিরিজ হারের পর টি-টায়েন্টি সিরিজেও পিছিয়ে থাকা। স্বাভাবিকভাবেই আগামীকালের ম্য়াচে চাপ নিয়েই মাঠে নামতে হবে ভারতীয় দলকে। তবে তাছাড়া মাঠের লড়াইয়ের বাইরে আরও একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার জন্য। আর সেটি আবহাওয়ার চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে আগামীকাল রবিবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের দিন হোবার্টে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য ভাল খবর, বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র ১ শতাংশ।

ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে বৃষ্টি তাল কেটেছিল ম্য়াচে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচেও বৃষ্টি তাল কেটেছে। আগামী আরও তিনটি ম্য়াচ রয়েছে। এখনও পর্যন্ত হোবার্টে ভারত-অস্ট্রেলিয়া কোনও টি-টোয়েন্টি ম্য়াচ খেলেনি। একটি ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে হোবার্টে আমনে সামনে হয়েছিল দু দল। সেখানে অজিদের বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে।

মহিলা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালের আগে মঞ্চে পারফর্ম করবেন সুনিধি চৌহান। ম্যাচের আগে সুনিধি চৌহান ভারতের জাতীয় সংগীত গাইবেন। দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীতে গাইতে শোনা যাবে ট্যারিন ব্যাঙ্ককে। সুনিধি চৌহানের সঙ্গে ৬০ নৃত্যু পরিবেশনা করবেন। এখানেই শেষ নয়। বিখ্যাত কোরিওগ্রাফার সঞ্জয় শেট্টির তরফে একটি বিশেষ এফেক্ট ফায়ারওয়ার্কস হবেএখানেও শেষ নয়ফাইনালে দুই ইনিংসের মাঝে লেজ়ার শো, ৩৫০ জন মাস্ট কাস্টের পারফরম্যান্স এবং ড্রোন ডিসপ্লেও হবে। সুনিধি নিজে এই পারফরম্যান্সের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন