নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের চারদিন পর ট্রফি নিয়ে দেশে ফিরল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। নয়াদিল্লি বিমানবন্দরে থেকে সোজা হোটেলে চলে যান বিরাট, রোহিতরা। এতদিন পর দেশে ফিরলেও অবশ্য আজকে গোটা দিনটাই বড্ড ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে টিম ইন্ডিয়ার তারকাদের। একের এক না না কর্মসূচি রয়েছে টিম ইন্ডিয়ার।
সাত সকালেই দেশে ফেরেন রোহিতরা। প্রবল জনসমর্থনের মাঝেই বিমানবন্দরের টার্মিনাল ৩ থেকে সোজা টিম হোটেলের উদ্দেশে রওনা দেন রোহিত শর্মারা। নয়াদিল্লির 'আইটিসি মৌর্য' হোটেলেই ভারতীয় দলের সাময়িকভাবে থাকার বন্দোবস্ত করা হয়েছে। সেখানেই ভারতীয় দলের জার্সির রঙের এক বিশেষ কেক তৈরি করা হয়েছিল। রোহিত, বিরাট, রাহুল দ্রাবিড়রা সেই কেক কাটেন। এরপর সকাল ১১টায় ৭ লোক কল্যাণ মার্গ অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার কথা বিশ্বকাপজয়ীরা। বিকেলে তাঁরা পৌঁছবেন মুম্বইয়ে। নয়াদিল্লি থেকে রওনা হয়ে বিকেল ৪টে নাগাদ মায়ানগরীতে পৌঁছনোর কথা রোহিতদের।
বিমানবন্দর থেকে ৫টা নাগাদ নরিম্যান পয়েন্টে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। তারপর সেখান থেকে শুরু হবে বিজয়যাত্রা। হুডখোলা বাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় ঘুরবেন রোহিত, বিরাটরা। সন্ধেয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে সম্বর্ধনা অনুষ্ঠান। বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসাবে ভারতীয় দলের হাতে ১২৫ কোটি টাকা তুলে দেবে বিসিসিআই। বিশ্বজয়ীদের দেওয়া হবে সম্বর্ধনা।
অধিনায়ক রোহিত কিন্তু এই বাসযাত্রায় ভারতীয় অনুরাগীদের যোগদানের জন্য আগেভাগেই আবেদন করে রেখেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় বিশ্বজয়ী অধিনায়ক লেখেন, 'আমরা এই বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে উপভোগ করতে চাইছি। তাই চলুন এই জয় উদযাপন করতে মেরিন ড্রাইভ (Marine drive) এবং ওয়াংখেড়েতে Victory parade-এ (T20 World Cup victory parade) চলে আসুন। ৪ জুলাই বিকেল ৫টা থেকে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সমালোচনা অতীত, দুরন্ত বিশ্বকাপের পর ইতিহাস গড়লেন হার্দিক, হলেন এক নম্বর অলরাউন্ডার