মুম্বই: দেশের মাটিতে এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। আগামী ২১ ডিসেম্বর থেকে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ২ দল। ভারতের মাটিতে ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে তিরুবনন্তপুরমে এই পাঁচটি ম্য়াচ আয়োজিত হবে। তবে পুরুষদের ক্রিকেটে নয়, মহিলা ক্রিকেটে লঙ্কা বাহিনীর বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলছেন, ''ভারত ও শ্রীলঙ্কা প্রথম দুটো টি-টোয়েন্টি খেলবে আগামী ২১ ও ২৩ ডিসেম্বর বিশাখাপত্তনমে। বাকি তিনটি ম্য়াচ খেলা হবে আগামী ২৬, ২৮ ও ৩০ ডিসেম্বর তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এর আগে বাংলাদেশের ভারতের মাটিতে খেলতে আসার কথা ছিল। কিন্তু রাজনৈতিক টালমাটালের জন্য বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ বাতিল হয়ে গিয়েছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজটি হতে চলেছে মহিলা বিশ্বকাপের পর দেশের মাটিতে হতে চলা মহিলা ক্রিকেটের কোনও আন্তর্জাতিক সিরিজ। আগামী বছর ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত হবে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জেমিমাদের কাছে হতে চলেছে ড্রেস রিহার্সাল।
আগামী জানুয়ারির ৯ তারিখ থেকে শুরু হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগ। যা চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। নবি মুম্বই ও বঢোদরায় খেলাগুলো হবে।
৩০ নভেম্বর থেকে শুরু ওয়ান ডে সিরিজ
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে ম্যাচ রবিবার, ৩০শে নভেম্বর রাঁচিতে খেলা হবে। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ৩রা ডিসেম্বর রায়পুর এবং শেষ ম্যাচটি ৬ই ডিসেম্বর বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে। রোহিত শর্মা ভাল ফর্মে আছেন, যিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সেঞ্চুরি করে এসেছেন। এটি তাঁর ODI কেরিয়ারের ৩৩তম সেঞ্চুরি ছিল। অন্যদিকে বিরাট কোহলি লাগাতার ২ ম্যাচে ফ্লপ ছিলেন, কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে অপরাজিত ৭৪ রান করে ভাল ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল বলেছেন, "বিশ্বকাপ এখনও অনেক দূরে। ওরা দুজনেই অসাধারণ ক্রিকেটার। ওরা যতক্ষণ পরিশ্রম করে ফিটনেস বজায় রাখবে, ততক্ষণ অবশ্যই খেলতে পারে। আমি সবসময় অভিজ্ঞতার উপর ভরসা রেখেছি এবং এমন অভিজ্ঞতা আপনি অন্য কোথাও পাবেন না। ওরা অনেক ট্রফি জিতেছে, জানে বড় টুর্নামেন্টগুলিতে কীভাবে খেলতে হয়। তাই বিশ্বকাপে ওরা অবশ্যই খেলতে পারে।"