পাল্লেকেলে: একেবারে তরুণ দল। নতুন অধিনায়ক। নতুন কোচ। শ্রীলঙ্কা (Sri Lanka) সফরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কি না তা নিয়েই একটা আশঙ্কা ছিল। কিন্তু প্রথম টি-টোয়েন্টিতে (T20) ভারতের ব্যাটিংয়ের শেষ অন্তত চ্যালেঞ্জের মুখে পাল্টা শ্রীলঙ্কাকে ফেলে দিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান বোর্ডে তুলে নিল ভারত। টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হিসেবে সফর শুরু করেছেন। আর প্রথম ম্য়াচেই অনবদ্য অর্ধশতরান হাঁকালেন সূর্যকুমার যাদব। পন্থ, জয়সওয়াল, গিলের ব্যাট থেকেও এল মারমুখি ইনিংস। শ্রীলঙ্কার কোনও বোলারকেই রেয়াত করলেন না ভারতের ব্য়াটাররা। হার্দিক, পরাগ ও রিঙ্কু যদিও রান পেলেন না।


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্দান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথমে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় দলকে। শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন ভারতের ২ ওপেনার। একটু বেশিই আক্রমণাত্মক ছিলেন জয়সওয়াল। ২১ বলে ৪০ রানের ইনিংস খেলেন বাঁহাতি তরুণ। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। গিল ১৬ বলে ৩৪ রান করেন ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে। পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে ৭৪ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। তিনে নেমেছিলেন সূর্যকুমার যাদব। উল্টোদিকে পন্থকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সূর্য। টি-টোয়েন্টিতে পাকাপাকি অধিনায়ক হিসেবে এটাই প্রথম ম্য়াচে সূর্যের। ব্যাট হাতে কেন তিনি এই ফর্ম্য়াটে বিশ্বের এক নম্বর, তা আবার প্রমাণ করে দিলেন সূর্য। ২৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেন ৮টি বাউন্ডারি ও ২টাে ছক্কা হাঁকিয়ে। ৩৩ বলে ৪৯ রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ। নিজের ইনিংসে তিনি ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। তবে লোয়ার অর্ডার খুব বেশি রান করতে পারেননি। হার্দিক ৯, পরাগ ৭ রান করেন। শেষ দুটো ওভারে খেলার সুযোগ পেয়েছিলেন। ২ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন রিঙ্কু সিংহ। ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন অক্ষর পটেল। 


লঙ্কা বাহিনীর বোলিং লাইন আপের সবচেয়ে সফল বোলার মাথিসা পাথিরানা। ৪ ওভারে ৪০ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন তিনি। ১টি করে উইকেট নেন মাধুশনাকা, আসিথা, হাসারাঙ্গা।