লন্ডন: ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের শেষলগ্নে করমর্দন বিতর্ক ম্যাচের ঝাঁঝ বাড়িয়েছিল। বাকি আর একটি মাত্র টেস্ট। ওভালে ৩১ জুলাই থেকে সেই ম্যাচে খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড (India vs England)। তবে সিরিজ় শেষের পথে চলে এলেও, উত্তেজনা, বিতর্কে কোনওরকম ঘাটতি কিন্তু হচ্ছে না। এবার ওভালের প্রধান পিচ প্রস্তুতকারকের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

ম্যাচের আর মাত্র একদিন বাকি। তার আগে আজ মঙ্গলবার, ২৯ জুলাই ওভালে অনুশীলনে নেমে পড়েছে ভারত। সেইসময়ই গম্ভীর এবং ওভালের পিচ প্রস্তুতকারক লে ফর্টিস তর্কাতর্কিতে জড়ান বলে পিটিআইয়ের তরফে রিপোর্ট করা হয়। ফর্টিস ভারতীয় দলের একটি নির্দিষ্ট পিচে অনুশীলন করা নিয়ে অখুশি ছিলেন। সেই নিয়েই যত কাণ্ড। ক্ষীপ্ত গম্ভীরকে আঙুল উঁচিয়ে ফর্টিসের সঙ্গে তর্ক করতে দেখা যায়।

পিটিআইয়ের তরফে গোটা ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে ফর্টিসের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। দাবি করা হচ্ছে ওভালের পিচ প্রস্তুতকারকরা হয়তো এই বিষয়ে গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ জানাবেন। গম্ভীরকে উত্তপ্তভাবে ফর্টিসদের উদ্দেশে বারংবার বলতে শোনা যায়, 'আমরা কী করব না করব, তা আপনারা ঠিক করবেন না।' ভারতীয় দলের কোচ আরও বলেন, 'আপনি আমাদের কাউকেই কী করতে হবে সেই বিষয়ে নির্দেশ দিতে পারেন না। আপনি কেবল একজন পিচ প্রস্তুতকারক।'

এরপরেই কোটাককে এর মাঝে ঢুকে ফর্টিসকে এক কোণায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায়। এরপরেই ফর্টিস এবং গম্ভীর ভিন্ন দিকে চলে যান। গম্ভীর আবারও ভারতীয় দলের অনুশীলন পর্যবেক্ষণ করেন।

 

এদিন অনুশীলনে সর্বপ্রথম সাই সুদর্শনকে দেখা যায়। গোটা সিরিজ়ে এক ম্য়াচও না খেলা কুলদীপ যাদবকেও কড়া অনুশীলন করতে দেখা যায়। তিনি ওভালে একাদশে সুযোগ পান কি না, সেইদিকে নজর থাকবে। আপাতত ভারতীয় দল সিরিজ়ে ১-২ পিছিয়ে রয়েছে। তবে ম্যাঞ্চেস্টারের স্মরণীয় লড়াইয়ের পর টিম ইন্ডিয়ার সামনে ওভাল টেস্ট জিতে সিরিজ় ড্র করার সুযোগ রয়েছে। ভারতীয় দল তেমনটা করতে পারে কি না, সেটাই দেখার।